সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল প্রতীক্ষার অবসান। যমে মানুষে টানাটানির পর বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গত কয়েকদিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি থাকা ধর্মেন্দ্রকে বুধবার সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার ছেলে ও অভিনেতা ববি দেওল ব্যক্তিগতভাবে তার বাবাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসেন।
বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র
অভিনেতার চিকিৎসক জানিয়েছেন, এর আগে, ধর্মেন্দ্রর পরিবার তাকে বাড়িতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) গত কয়েক সপ্তাহ ধরে বারবার হাসপাতালে ভর্তি ছিলেন। ডাঃ প্রীত সামদানি বলেন, “ধর্মেন্দ্রজিকে সকাল ৭:৩০ টার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার তাকে বাড়িতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হবে।”
কেমন আছেন ধরমেন্দ্র?
ধর্মেন্দ্রর ভক্তরা গত কয়েকদিন ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনার ঝড় বইছে। তবে, তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে। সূত্রের খবর, ধর্মেন্দ্রর স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তবে চিকিৎসকরা আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, নিয়মিতভাবে তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য তার বাড়িতে একটি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে ধর্মেন্দ্রকে আরামে একটি অ্যাম্বুলেন্সে বসানো হয়েছিল এবং অত্যন্ত যত্ন সহকারে তার জুহুর বাংলোয় নিয়ে যাওয়া হয়।
ছয় দশকেরও বেশি সময় ধরে তার কেরিয়ারে, তিনি “শোলে”, “সীতা অউর গীতা”, “চুপকে চুপকে”, “শানদার” এবং “ধরম বীর” এর মতো অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি করণ জোহরের “রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবিতে অভিনয় করেছেন, যেখানে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে।