হাসিনাকে নিয়ে ভারত সরকারের কাছে বিশেষ আবেদন বাংলাদেশের

Yunus Government On Sheikh Hasina they Appeal to stop Hasina’s contact with the media

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত থেকে শেখ হাসিনার একাধিক মন্তব্য নিয়ে বহুবার প্রকাশ্যে ক্ষোভ জাহির করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এবারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি ভারতের কাছে বড় আবেদন রাখল ঢাকা (Yunus Government On Sheikh Hasina)! বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করা নিয়ে বুধবার বাংলাদেশের বিদেশমন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন ভাদের কাছে ঘোর আপত্তি প্রকাশ করে। তাদের দাবি, যত দ্রুত সম্ভব মিডিয়ার সাথে হাসিনার যোগাযোগ বন্ধ করার পক্ষে পদক্ষেপ নিক নয়া দিল্লি।

হাসিনাকে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেওয়াই উচিত নয়!

ভারতীয় সংবাদমাধ্যমের সাথে হাসিনার যোগাযোগ নিয়ে একেবারে উদ্বেগ প্রকাশ করেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের তরফে জানানো হয়েছে, “শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তিনি একজন পলাতক আসামি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর সাজা ঘোষণা করতে চলেছে। এহেন একজন ব্যক্তিকে মিডিয়ার সামনে মুখ খুলতে দেওয়াটা একেবারেই ঠিক নয়।”

ইউনুস সরকারের বক্তব্য উড়িয়ে দিয়েছেন হাসিনা সমর্থকরা

বাংলাদেশের তরফে আসা উদ্বেগকে কার্যত উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার সমর্থকরা। ভারত থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিকে একেবারেই খারাপ চোখে দেখছেন না আওয়ামী লিগের নেতাকর্মীরা। তাঁদের সিংহভাগেরই দাবি, “একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ও তার সহযোগীরা। বাকস্বাধীনতা সবার আছে। সাধের বাংলাদেশে যেসব ঘটনা ঘটে চলেছে সেইসব কথাই সংবাদমাধ্যমের সামনে তুলে ধরছেন তিনি। এতে ভুল কোথায়?” এক কথায়, শেখ হাসিনাকে নিয়ে ইউনূস সরকারকে একেবারে এক হাত নিয়েছেন আওয়ামী লিগের সমর্থকরা।

অবশ্যই পড়ুন: চোট সারিয়ে মাঠে ফিরছেন পান্ডিয়া, তবে টিম ইন্ডিয়ার আগে খেলতে হবে অন্য এক দলের হয়ে

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলিতে নানান সময় বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মূলত তিনি ওপার বাংলায় হওয়া হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন, অরাজকতা এবং ইউনূস সরকারের অনৈতিক শাসন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই সাথে আওয়ামী লিগ কর্মীদের কীভাবে বেছে বেছে হত্যা করা হয়েছে ওপারে, সে কথাও তুলে ধরেছিলেন হাসিনা। আর সেটাই কার্যত গাত্রদাহ হয়েছে ওপারের সরকারের। তারপরেই ভারতের কাছে অবিলম্বে হাসিনার সাথে বিভিন্ন সংবাদমাধ্যমের যোগাযোগ বন্ধ করার আবেদন রাখল তারা।

Leave a Comment