প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে রাজ্য জুড়ে যেখানে ক্ষমতার টানাটানি নিয়ে বেশ হাওয়া গরম রাজনৈতিক দলগুলিতে, সেখানে দাঁড়িয়ে রাজ্যে ফের ধর্ষণের মত ভয়ংকর ঘটনা ঘটল উত্তরপাড়ায় (Uttarpara)। অভিযোগ সেখানকার বন্ধ হিন্দুস্তান মোটরস কারখানায় এক স্কুল ছাত্রীকে নির্যাতন করা হয়েছে। ঘটনায় গ্রেফতার শাসকদলের ঘনিষ্ঠ সদস্য এবং পলাতক ২। তদন্তে নামল পুলিশ প্রশাসন।
ঠিক কী ঘটেছিল?
পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার, সন্ধ্যায় বছর ষোলোর এক নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিল। সেই সময় উত্তরপাড়ার তৃণমূল ঘনিষ্ঠ যু্বক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই ও তার দুই বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। ওই নাবালিকাকে সেখানে দেখে অভিযুক্তরা ওই নির্যাতিতার বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।তারপর নির্যাতিতাক আটকে রেখে ধর্ষণ করে। পরে পুলিশের কাছে নির্যাতিতার পরিবার অভিযোগ জানালে গ্রেফতার করা হয় সোনাইকে। কিন্তু বাকি দুজন পলাতক। ইতিমধ্যেই সোনাইয়ের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুনঃ কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ বাইক, বাস, সাইকেল চলাচল, বিকল্প বলে দিল পুলিশ
ধর্ষণে যুক্ত তৃণমূলের এক সদস্য
উল্লেখ্য, তৃণমূল ঘনিষ্ঠ যু্বক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই এর আগে বেশ কয়েকবার শাসক দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় কয়েকজনকে হুমকিও দিয়েছিল। এদিকে অভিযুক্তকে শাসকদলের সদস্য হিসেবে মানতেই চাইছেন না হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। কিন্তু সোনাইকে বিভিন্ন কর্মসূচীতে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গেও যুবকের ছবি দেখা গিয়েছে। যার ফলে নির্বাচনের আগে ব্যাপক অস্বস্তিতে পরে তৃণমূল। যদিও এই বিষয় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান যে বা যারা অন্যায় করবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: রাজ্যপালকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার এক বৃদ্ধ
উত্তরপাড়ায় এই ভয়ংকর ধর্ষণের ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা পঙ্কজ রাই। তিনি বলেন, “এরা তৃণমূল করে বলে মনে করেছে যা খুশি করবে। গতকালই ওদের দলের নেত্রী ইডির তদন্তের মাঝে ফাইল নিয়ে চলে এলেন। এইসব দেখেই তো শিখছে নীচু তলার কর্মীরা। তবে এই ঘটনায় পার পাবে না কোনো অভিযুক্ত।” নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ জানাচ্ছেন, ”এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা সঠিক বিচার পাবে আশা করি।” এদিকে এই ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উত্তরপাড়ায় SFI ও গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে জি টি রোড অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।