বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার যথাযথ তথ্য প্রমাণের অভাবে মুম্বইয়ের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ 7 জনকেই বেকসুর খালাস করেছে আদালত। এদিন মুম্বইয়ের NIA স্পেশাল কোর্টে, মালেগাঁও মামলার রায়দান চলাকালীন, বিচারপতি একে লাহোতি স্পষ্ট জানিয়েছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত কোনও তথ্য প্রমাণ নেই। শুধুমাত্র নৈতিকতার খাতিরে, কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।
কাকতালীয়ভাবে আদালতের রায়দানের আগের দিন অর্থাৎ বুধবার, রাজ্যসভায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলাকালীন বড় দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য ছিল, আর যাই হোক, হিন্দুরা কখনও সন্ত্রাসবাদি হতে পারে না! এবার সেই দাবি টেনেই কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
অমিত শাহের বক্তব্য
2008 সালে মালেগাঁও বিস্ফোরণে কমপক্ষে 6 জন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। এরপরই আঙুল ওঠে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, 2010 সালে একের পর এক হামলার ঘটনায় নয়া দিল্লিতে রাজ্য পুলিশ প্রধানেদের বৈঠকে দেশবাসীকে গেরুয়া সন্ত্রাস থেকে সাবধান থাকার বার্তা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এছাড়াও কংগ্রেসের তরফে গেরুয়া সন্ত্রাস নিয়ে নানা বক্তব্যকে নিশানায় এনে বুধবার সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি, একজন হিন্দু কখনও সন্ত্রাসবাদি হতে পারে না।
অমিত মালব্যের বক্তব্য
মুম্বইয়ের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে আদালত অভিযুক্তদের বেকসুর খালাস করার পরই বৃহস্পতিবার, নিজের X হ্যান্ডেলে বিজেপি নেতা মালব্য কংগ্রেসকে নিশানা করে লেখেন, কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য গেরুয়া সন্ত্রাসবাদের মিথ্যা আখ্যান তৈরি করেছে, নিরীহ মানুষদের ওপর ভুয়ো মামলা চাপানো হয়েছে।
গেরুয়া নেতার মতে, অভিযুক্তরা আদালতের সিদ্ধান্তে মুক্তি পাওয়ার পর কংগ্রেসের ঘৃণ্য ষড়যন্ত্র শুধুমাত্র ভেঙেই যায়নি বরং চিরকালের মতো সমাহিত হয়ে গিয়েছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান জোর দিয়ে লেখেন, একজন হিন্দু, কখনই সন্ত্রাসী হতে পারেনা….
শুধু তাই নয়, এদিন আদালতের পর্যবেক্ষণ উল্লেখ করে বিজেপি নেতা স্পষ্ট বলেন, কংগ্রেস যা ষড়যন্ত্র করেছিল তা ফাঁস হয়েছে! এবার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের সনাতন ধর্মকে অপমান করার জন্য হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের তেল বের করবে আমেরিকা
উল্লেখ্য, শুধুই অমিত মালব্য নন, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তরা বেকসুর খালাস পাওয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির বাকিরাও। মূলত হিন্দু সম্প্রদায়কে কলঙ্কিত করার অভিযোগ এনে কংগ্রেসের শীর্ষ নেতাদের এক হাত নিয়েছেন অনেকেই। বলা বাহুল্য, আদালতের রায়ের ঠিক পরেই হাত নেতাদের উদ্দেশ্য করে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছিলেন, হিন্দু সন্ত্রাসের ভুয়ো রহস্য ফাঁস হয়ে গিয়েছে!