‘হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হবেন!’ স্ত্রীকে নিয়ে বিরাট ঘোষণা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের

US Vice President On Hindu Wife he Hopes his wife converts to Christian

ভারতীয় বংশোদ্ভুত হিন্দু নারীকে বিয়ে করেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার তাঁর ধর্মীয় পরিচয় নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রিপাবলিকান নেতা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বুধবার এক সভা থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানালেন, ‘আমি আশা করি আমার স্ত্রী হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবেন।’ নিজের তিন সন্তানকেও খ্রিস্টান ধর্মের আদর্শেই বড় করে তুলছেন ভ্যান্স, এদিন সেটাও খোলসা করলেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী (US Vice President On Hindu Wife)।

নিজের সাফল্যে স্ত্রীয়ের অবদান স্বীকার করেছেন ভ্যান্স

বহু বছর হয়েছে ভারত ছেড়ে পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্টের ঘরণী ঊষা চিলিকুরি ভ্যান্স। তবে দেশ ছাড়লেও, ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রচন্ড খুঁতখুঁতে তিনি। বেশ কয়েকবার প্রকাশ্যে রিপাবলিকান নেতা জেডিও জানিয়েছেন, তাঁর স্ত্রী প্রচন্ড পরিমাণে ধর্মবিশ্বাসী। শুধু তাই নয়, স্ত্রীয়ের ধর্মবিশ্বাসের কথা উল্লেখ করার পাশাপাশি তাঁর জীবনে ঊষার অবদানের কথাও স্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বিশেষ করে, নির্বাচনী প্রচারের সময় বারবার স্ত্রীয়ের কথা উল্লেখ করতে সরা গিয়েছিল ভ্যান্সকে। যদিও এতদিন স্ত্রীয়ের ধর্মীয় স্বাধীনতায় একফোঁটাও হস্তক্ষেপ করেননি তিনি। রিপাবলিকান নেতা একবার বলেছিলেন, ‘হিন্দু ধর্মালম্বী উষার অবদানেই নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।’ এবার সেই ভ্যান্সই আর চাইছেন না স্ত্রী হিন্দু ধর্ম মেনে চলুক। তাঁর আশা, একদিন ঠিকই হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন উষা। আসলে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ,’আমেরিকায় টিকে থাকতে এবং এদেশের ভীত গড়ে তুলতে খ্রিস্টীয় মূল্যবোধ অত্যন্ত জরুরী।’

অবশ্যই পড়ুন: ডুবল ব্যাটিং অর্ডার, রান পেলেন শুধুই অভিষেক আর রানা! ১২৫ রানে ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া

সম্প্রতি এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, ‘বর্তমানে আমার স্ত্রী উষা বেশিরভাগ রবিবারের দিন আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকে বারবার বলেছি। এখন সবার সামনেও বলছি, আমি চাই ও একদিন আমার মত করেই খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হোক। আমি খ্রিস্টান সু সমাচারে প্রচন্ড বিশ্বাসী। আশা করছি আমার প্রিয় একদিন এই ধর্ম বিশ্বাস করতে শুরু করবেন।

Leave a Comment