‘হিন্দু না থাকলে পৃথিবীই থাকবে না!’ বড় মন্তব্য RSS প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat on Hindu Religion

সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু না থাকলে পৃথিবীই থাকবে না! সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত হিন্দুধর্ম সম্পর্কে বিরাট মন্তব্য (Mohan Bhagwat on Hindu Religion) করে বসলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা একটি সমাজের মৌলিক নেটওয়ার্ক তৈরি করেছি। যার কারণে হিন্দু সমাজ টিকে থাকবে। হিন্দুরা যদি না থাকে, তাহলে এই পৃথিবী টিকে থাকবে না।

হিন্দু ধর্ম নিয়ে বড় বক্তব্য আরএসএস প্রধানের

মনিপুর সফরে থাকা ভাগবত শুক্রবার বলেছেন, সবাইকেই পরিস্থিতি বিবেচনা করতে হবে। পরিস্থিতি আসবে, আবার যাবে। বিশ্বের সকল দেশই বিভিন্নরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আবার খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠছে। তবে কিছু দেশ তাদের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। যেমন গ্রিস, মিশর, রোমের এখন অস্তিত্ব নেই। আমাদের মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা আমাদের অস্তিত্বকে কোনওভাবেই ধ্বংস করবে না।

তিনি স্পষ্ট বলেছেন, ভারত একটি অমর সমাজের নাম। আর এটাই আমাদের সভ্যতা। সবাই এসেছে, আলোকিত হয়েছে আবার চলে গেছে। আমরা তাদের উত্থান পতন সম্পর্কে সবই জানি, সবই দেখেছি। তবে আমরা আজও আছি এবং টিকে থাকব। আর ভবিষ্যৎ আমাদের কেউ নাড়াতেও পারবে না। আমরা সমাজের মৌলিক নেটওয়ার্ক তৈরি করেছি। এর কারণে হিন্দু সমাজ টিকে থাকবে। আর যদি হিন্দুরা না থাকে, তাহলেপৃথিবীর কোনও অস্তিত্ব থাকবে না। সময়ে সময়ে হিন্দু সমাজই বিশ্বকে ধর্মের অর্থ আর নির্দেশনা প্রদান করে থাকে। এটাই আমাদের ঈশ্বরের জন্য কর্তব্য।

টেনে এনেছেন ব্রিটিশ সাম্রাজ্যের দেওয়া উদাহরণ

লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, এদিন আরএসএস প্রধান বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য আগে কখনোই অস্ত যায়নি। তবে সূর্যাস্ত শুরু হয়েছিল ভারতেই। আমরা ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দীর্ঘ ৯০ বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা সকলে এতটা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য লড়েছি এবং স্বাধীনতা পেয়েছি। আমরা সেই কণ্ঠস্বরকে কখনোই দমন করতে দিইনি। কোনও কোনও সময় তা কমে গিয়েছিল, কখনো বেড়েছিল। কিন্তু কখনো দমন হয়নি। এমনকি তিনি নকশালবাদের উদাহরণ টেনে এনে বলেন, সমাজে যখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটি করব না, তখনই তা শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ দেশজুড়ে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম! কলকাতার রেট কত?

বলাবাহুল্য, শুক্রবার ইম্ফলে আদিবাসী নেতাদের সঙ্গে মোহন ভাগবত একটি বৈঠকে করেছিলেন। উক্ত বৈঠকে তিনি সামাজিক ঐক্যের আহ্বানও জানিয়েছিলেন এবং তিনি জানান যে, তাঁর সংগঠন সমাজকে শক্তিশালী করার জন্যই প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি শুধুমাত্র বন্ধুত্ব, স্নেহ আর সামাজিক সম্প্রীতির মাধ্যমেই কাজ করে।

Leave a Comment