‘হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই’, CAA-র দাবিতে এক জোট ইস্ট-মোহন!

East Bengal Mohun Bagan fans On CAA Demand durand Cup darby

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার রাতে মোহনবাগানকে হারিয়ে যুবভারতীকে লাল হলুদ রঙে রাঙিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ পরাজয়ের পর অবশেষ চির প্রতিপক্ষ বাগান বধ করে সমস্ত অপবাদ, সমালোচনার মুখে আগুন দিয়েছে লাল হলুদ। জয় হয়েছে মশাল বাহিনীর মর্যাদার। তবে ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের জয়ের মাঝেই ভেসে আসছে দুটি ছবি।

যার একটিতে দেখা যাচ্ছে, লাল হলুদ সমর্থকরা হাতে টিফো নিয়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে, তাতে লেখা যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ। একইভাবে অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সবুজ মেরুনের টিফোতে লেখা, প্রতিটি হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই। মূলত এমন দাবিতেই CAA নিয়ে একজোট হয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগ ভাগ করে নিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজোতি তিওয়ারি।

তরুণজ্যোতির পোস্ট

রবিবার ডার্বি শেষে লাল হলুদের জয়ের পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবির কোলাজ পোস্ট করে বিজেপি নেতা তরুণজ্যোতি লেখেন, আজকে বড় ম্যাচে আবার পছন্দের টিম হেরেছে। খারাপ লাগছে.. কিন্তু এক ভাই এই দুটো পাঠালো। মন খুশি হয়ে গেল। বিজেপি নেতার পোস্টের ওই দুই ছবির কোলাজে দেখা যায়, একটিতে ইস্টবেঙ্গল সমর্থকরা হাতে টিফো নিয়ে দাঁড়িয়ে। যেখানে লেখা ওই একই কথা, যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ।

এবং পরের ছবিটিতে সবুজ মেরুনের টিফোতে স্পষ্ট লেখা রয়েছে, প্রতিটি হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই। এই দুই ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজের আবেগ ভাগ করে নিয়েছেন বিজেপি নেতা। সবশেষে পোস্টটিতে লেখা হয়েছে, জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল। যদিও কমেন্ট বক্সে অনেকেই তরুণজ্যোতির এমন পোস্টকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখছেন।

 

আজকে বড় ম্যাচে আমার পছন্দের টিম হেরেছে।

খারাপ লেগেছে

কিন্তু এক ভাই এই দুটো পাঠালো। মন খুশি হয়ে গেল।

“যাদের জন্য…

Posted by Tarunjyoti Tewari on Sunday, August 17, 2025

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের কাছে কেন হারতে হল মোহনবাগানকে? রইল শক্তপোক্ত কারণ

পদ্ম শিবিরের অন্যতম পরিচিত মুখ তিওয়ারির পোস্ট চাক্ষুষ করার পরই এক নেট নাগরিক লিখেছেন, ‘আজতো ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা ছিলো, বিহারী বনাম বেঙ্গল নয়…. সুতরাং বিহারী দূরে থাক…’ আরেক নেট নাগরিকের বক্তব্য, ‘আজকে তোর পছন্দের টিম হেরেছে আর আমার পছন্দের টিম জিতেছে। 2026 এ তোর পছন্দের দল হারবে আর আমাদের পছন্দের দল জিত। জয় ইস্টবেঙ্গল। জয় বাংলা।’

উল্লেখ্য, বহু অপেক্ষিত ডার্বির মাঝে হিন্দু শরণার্থীদের সমর্থনে অনুপ্রবেশকারীদের নিয়ে গর্জে ওঠে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। সেই মতোই টিফো এনে তাতে স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান বুঝিয়ে CAA নিয়ে একজোট হয়েছে লাল হলুদ ও সবুজ মেরুন অন্ত প্রানের। যদিও সেই ঘটনাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দিয়েছেন অনেকেই…

Leave a Comment