প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। লাগাতার মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধসের পরিমাণ আরও বাড়ছে। যার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। নিখোঁজ কমপক্ষে ৩৭ জন এবং আহত ১১৫ জন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্ডি জেলায়। বিভিন্ন এলাকাতে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। আর এই দুর্যোগ পরিস্থিতিতে এবার অসংখ্য মানুষের প্রাণ বাঁচালো এক অবলা সারমেয়।
ঘটনাটি কী?
বাইরে যখন অঝোরে বৃষ্টি হচ্ছিল তখন শান্তিতে বাড়ির সকলে মিলে সারাদিনের ক্লান্তির পর রাতের ঘুম দিচ্ছিল। দিনটি ছিল ৩০ জুন, রাত তখন বাজে প্রায় ১টা। কিন্তু ঠিক মাঝরাতেই বাড়ির দোতলায় কুকুরটা হঠাৎ করে খুব চিৎকার করে উঠল। কুকুরের তীব্র চিৎকারে বাড়ির মালিক নরেন্দ্রর ঘুম ভেঙে গিয়েছিল। ধীরে ধীরে বাড়ির বাকি সদস্যের ঘুমের ব্যাঘাত ঘটায় সঙ্গে সঙ্গে তিনি কুকুরটিকে চুপ করাতে তিনতলা থেকে নীচে নেমে এসেছিলেন। সেই সময় হঠাৎ করেই তাঁর নজরে আসে যে ঘরের দেওয়ালে ফাটল ধরেছে। আর সেই ফাটল ক্রমে চওড়া হয়ে, জল ঢুকছে।
ধেয়ে আসে হড়পা বান!
নরেন্দ্র আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে সবটা জানিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে যায় আশেপাশে গ্রামের সদস্যদের সতর্ক করার জন্য। মালিকের সঙ্গে ছোট্ট ছোট্ট পায়ে কুকুরটিও দৌঁড়ায়। প্রায় ২০টি পরিবারের সবাইকে সতর্ক করেন তিনি। এরপর সবাই মিলে একটি উঁচু মন্দিরে আশ্রয় নেন। এদিকে তাঁরা আশ্রয় নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিশাল জলরাশি আর পাথর নিয়ে পাহাড় থেকে হড়পা বান নেমে এসে। একের পর এক বাড়ি চোখের সামনে গুঁড়িয়ে যেতে শুরু করল। ভেসে গেল বেশ কয়েকটি বাড়ি।
বেঁচে গিয়েছে ৬৭ জনের প্রান
চোখের সামনে কঠোর পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা বাড়িগুলি ভেঙে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন সকলে। অনেকে সেই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন। এইমুহুর্তে একটি, দু’টি বাড়ির ভগ্নাবশেষ ছাড়া গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বাদ বাকি সবটাই হড়পা বান গিলে খেয়েছে। তবে দুঃখের মাঝেই সকলেই সেই সারমেয় কে ভালোবাসায় জড়িয়ে ধরেছে। কারণ তার জন্যই প্রায় ৬৭ জন মানুষ বেঁচে ফিরেছে।
আরও পড়ুন: ৪৬০০০ কিউসেক জল ছাড়ল DVC! ভাসবে হাওড়া-হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
প্রসঙ্গত, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ২০ জুন থেকে মৃতের সংখ্যা ছিল ৭৪ জন। সোমবার আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে এই প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচল প্রদেশে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। অন্যদিকে রাজ্যে এখনও পর্যন্ত অন্তত ৩৭ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি এই রাজ্যের মান্ডিতে।