হিমেল হাওয়ায় কাবু দক্ষিণবঙ্গ, দার্জিলিংয়ে পারদ নামল আরও! কেমন থাকবে আজকের আবহাওয়া?

Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ হাড় কাঁপানো শীতে কাবু বঙ্গবাসী। প্রবল শীতে কাঁপছে হাওড়া, কলকাতা, পুরুলিয়া সহ একের পর জেলা। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলিও। আপাতত কয়েকদিন শীতের এরকম স্পেল চলবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। অনেকেই প্রশ্ন তুলছেন, এত শীত কেন? জানা গিয়েছে, লা নিনা ও আইওডি এর প্রভাবে অতি সক্রিয় হয়ে রয়েছে উত্তরে বাতাস। এই হিম শীতল উত্তরে বাতাসের হাত ধরে এবছর খুব তাড়াতাড়ি শীত এসেছে বিগত পাঁচ বছরের মধ্যে। ফলে শীতের দাপট ভালো মতো চলছে বাংলায়। আজ বুধবারও (Weather Today) শীতের দাপট জেলায় জেলায় বিরাজ করবে বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ বুধবার ঠান্ডা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এই জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন পারদ পতনের পাশাপাশি ঘন কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের জেলাগুলি দিনে দিনে রেকর্ড গড়ছে। দার্জিলিং-এর সর্বনিম্ন পারদ ৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। অপরদিকে মালদা থেকে শুরু করে কালিম্পং-এর সর্বনিম্ন পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস। আজও জেলায় জেলায় জারি থাকবে শীতের কনকনে স্পেল। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে।

বর্তমানে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে।উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়।ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে উত্তর ভারতে। যদিও এগুলির প্রভাব বাংলায় কেমন পড়বে সে বিষয়ে কিছু জানা যায়নি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত বিরাজ করবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Leave a Comment