হুগলিতে তৈরি হবে এক লাখের চারচাকা গাড়ি! জানালেন কুণাল ঘোষ, কবে হবে লঞ্চ?

kunal ghosh hooghly

সহেলি মিত্র, কলকাতা: হুগলির সিঙ্গুরের ক্ষত এখনো অবধি শুকোয়নি। তৈরি হয়নি উচ্চাভিলাষী টাটা ন্যানো গাড়ি তৈরির কারখানা। একটা সময় এই টাটা ন্যানো গাড়ির রমরমা ছিল বিশাল। জনপ্রিয়তার কারণে সিঙ্গুরে টাটার তরফে ন্যানো গাড়ির কারখানা অবধি তৈরি হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। টাটার হয়নি তো কী হয়েছে, এবার বাংলায় তৈরি হবে ইলেকট্রিক গাড়ি। দাম থাকবে সাধ্যের মধ্যে। কবে থেকে এবং কোথায় এই গাড়ি তৈরি হবে? সেই নিয়ে বড় মন্তব্য করতে শোনা গেল তৃণমূলের কুণাল ঘোষকে।

হুগলির সুগন্ধায় তৈরি হবে এক লক্ষ টাকার চারচাকা গাড়ি

বাংলার বৃহত্তম শক্তি-সাশ্রয়ী BLDC (ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর) ফ্যান প্রস্তুতকারক এবং বিক্রেতা সাইনোসোর, হুগলি জেলার চুঁচুড়া মহকুমার পোলবা দাদপুর ব্লকের সুগন্ধায় তিন চাকার গাড়ির উৎপাদন বৃদ্ধি করছে। এর জন্য একটি কারখানাও স্থাপন করা হয়েছে। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কুণাল ঘোষ। সাইনোসোর জানিয়েছে যে তারা বৈদ্যুতিক গাড়িও তৈরি করার পরিকল্পনা করছে এবং এই বছরের শেষের দিকে একটি প্রোটোটাইপ লঞ্চ করবে।

আরও পড়ুনঃ পুজোর আগে এই রুটে চালু হতে পারে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন!

সাইনোসোরের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষ বলেন, ‘এই পদক্ষেপটি একটি স্বাভাবিক অগ্রগতি, কারণ বৈদ্যুতিক যানবাহনেও ফ্যানের মতো কন্ট্রোলার এবং মোটর ব্যবহার করা হয়। অন্যান্য BLDC ফ্যান প্রস্তুতকারকদের বিপরীতে, যারা চীন থেকে কন্ট্রোলার এবং মোটর আমদানি করে, আমরা এগুলি ঘরে তৈরি করি। ফ্যানগুলি 28-45-ওয়াট মোটর ব্যবহার করলেও, একটি টোটোর জন্য 750-1,200-ওয়াট মোটর প্রয়োজন হয়।’

বড় মন্তব্য কুণাল ঘোষের

কুণাল ঘোষ বলেন, “শান্তনু যখন আমাকে নিমন্ত্রণ করতে যান তখন কথায় কথায় এই আলোচনাটা আসে। আপনাদের হুগলির মাটিতে এত বড় ১২ একরের জায়গা রয়েছে। আধুনিক প্রযুক্তি রয়েছে। পেট্রোল-ডিজেল লাগছে না। ২০০৫ সালে যে ন্যানোর কথা বলা হয়েছিল সেটা তো জ্বালানি তেলে চলতো। আপনারা টিফোজ ফ্যান এনেছেন, তিন চাকা এনেছেন। আমি শান্তনুকে অনুরোধ করি হুগলির এই সুগন্ধা থেকে আপনার দক্ষ শ্রমিকদের নিয়ে এক লক্ষ টাকার চারচাকা চাই।”

টোটো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কুণাল ঘোষ আরও বলেন, “এই নতুন কারখানাটি এলাকার অর্থনৈতিক দৃশ্যপট বদলে দেবে, অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দেবে।” তিনি আরও বলেন, রাজ্য সরকার কারখানাটি প্রতিষ্ঠায় সহায়তা করবে। অর্থাৎ রাজ্যের বুকে তৈরি হতে চলেছে এক লক্ষ টাকা দামের গাড়ি। আর তাতে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার।২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে প্রোডাকশন।

Leave a Comment