হুগলী থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর ট্রেন! এই দিন উদ্বোধন হতে পারে জয়রামবাটি স্টেশনের

Jayrambati station

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছরে বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আসলে এবার সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই সোজা হাওড়া থেকে এক ট্রেনে জয়রামবাটি পৌঁছে যেতে পারবেন মানুষ। দীর্ঘদিন ধরে এই রুটে সরাসরি ট্রেন পরিষেবা শুরু করার দাবি জানিয়ে আসছিলেন সাধারণ রেলযাত্রীরা। অবশেষে সকলের সেই ইচ্ছাপূরণ হতে চলেছে বলে মনে হচ্ছে। সবথেকে বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে জয়রামবাটি স্টেশন (Jayrambati Station) থেকে ট্রেন পরিষেবা শুরু করতে পারেন বলে খবর।

কবে চালু হচ্ছে জয়রামবাটি স্টেশন?

সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুরে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই জয়রামবাটি স্টেশন উদ্বোধন করতে পারেন তিনি। সূত্রের খবর, এর পাশাপাশি এই স্টেশন থেকেই মেমু প্যাসেঞ্জার ট্রেনের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী। অর্থাৎ জয়রামবাটি থেকে পুরুলিয়া অবধি মেমু প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে।

আরও পড়ুনঃ অনেকটাই কমল সোনার দাম, রুপো নিয়েও সুসংবাদ! আজকের রেট

জয়রামবাটি হল সারদা মায়ের পুণ্যভূমি। এখানে বসবাস করেন বহু মানুষ। এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM-এর উপস্থিতিতে চূড়ান্ত পরিদর্শন সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ জানুয়ারি থেকেই জয়রামবাটি থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হতে পারে। পুরুলিয়ার পাশাপাশি বিষ্ণুপুর থেকেও জয়রামবাটি অবধি প্যাসেঞ্জার ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতল দিন, পড়বে রেকর্ড ঠান্ডা! আজকের আবহাওয়া

হাওড়া থেকে জয়রামবাটি অবধি মিলবে সরাসরি ট্রেন?

অপরদিকে সম্প্রতি তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পে সুখবর শোনাল পূর্ব রেল। গত কয়েক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। আসলে ২০২৬ সালের মার্চ নাগাদ গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের। কিন্তু ভাবাদিঘিতে সমস্যার জন্য সেই কাজে দেরি হল। পূর্ব রেলের মুখ্য প্রশাসনিক অফিসার মনোজ খাঁ জানিয়েছেন, মে-জুন মাসের মধ্যেই ঠাকুরের দোরগোড়ায় রেল লাইন পৌঁছে দেওয়া যাবে।

Leave a Comment