হুমকি দিয়েছিল ভারতকে, এবার বন্যা প্রতিরোধে বাঁধ ওড়াল পাকিস্তান! ভাইরাল ভিডিও

Pakistan blows up dam in Punjab amid flood fears

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্যা হতে পারে, একথা বলেই আগেভাগে পাকিস্তানকে (Pakistan Flood) সতর্ক করেছিল ভারত। সেই মতোই প্রস্তুতি নিচ্ছিলেন পাক কর্মকর্তারাও। তবে জলের স্রোত কি আর থেমে থাকে? একটানা বৃষ্টির জের ভারত থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমের দেশে, এমনটাই দাবি করছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

বন্যার কবলে পড়ে ঘর ছাড়া লক্ষাধিক পাকিস্তানি। আর এরই মাঝে বিরাট কর্মকাণ্ড ঘটালো ভারতের প্রতিবেশী দেশ। এএফপির রিপোর্ট অনুযায়ী, বুধবার বন্যার আশঙ্কায় পাঞ্জাব প্রদেশের কাদিরাবাদ বাঁধের পাশে একটি প্রতিরোধী বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পাক কর্তৃপক্ষ। যার জেরে বন্যার জলে প্লাবিত হয়েছে শিখদের অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দির।

হঠাৎ কেন বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান?

ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একটানা বৃষ্টিপাতের জের, ফুলে ফেঁপে উঠেছে চেনাব, রবি ও শতদ্রু নদীর জলস্তর। এমতাবস্থায় বন্যার আশঙ্কা তৈরি হলে পশ্চিমের দেশে সতর্কতা দিয়ে জল ছেড়েছে নয়া দিল্লি। পাক সংবাদমাধ্যম বলছে, ভারত থেকে ছাড়া জলেই ভেসে গিয়েছে পাঞ্জাবের প্রায় অর্ধেক অংশ।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত ভয়াবহ বন্যার মাঝে 2 লক্ষ 10 হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষকে বাঁচাতে কোমর বেঁধে কাজ করছে সেনাবাহিনী।

আর এসবের মাঝেই হঠাৎ গতকাল পাঞ্জাব প্রদেশের একটি বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন জানান, বাঁধের মূল কাঠামো রক্ষা করতে আমরা ডানদিকের প্রতিরোধী বাঁধটি উড়িয়ে দিয়েছি। মূলত জলপ্রবাহ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি তাঁর।

অবশ্যই পড়ুন: কাস্টমস ঝড়ে কাবু মোহনবাগান, আদৌ সুপার সিক্সে উঠতে পারবে সবুজ মেরুন?

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশানায় ভারত!

বিগত বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বন্যা পরিস্থিতির জন্য ভারতকেই দায়ী করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি, পাক মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, ভারতের বাঁধ থেকে ছাড়া জলের কারণেই পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এও বলে, জল ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানকে আগাম নোটিশ দিয়েছিল ভারত। এদিকে পাকিস্তানের দুর্যোগ ও বিপর্যয় কর্তৃপক্ষের আশঙ্কা, বৃহস্পতিবারের মধ্যে লাহোর দিয়ে বন্যার ঢেউ বিপদসীমা অতিক্রম করে যাবে!

Leave a Comment