হুমায়ুনের বাবরি মসজিদ অনুষ্ঠানে নয়া আতঙ্ক! হাজির থাকতে পারে ৩০০ বাংলাদেশী জঙ্গি

Babri Mosque Event

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বেশ উদ্যত হয়েছেন হুমায়ুন কবীর। যা নিয়ে রাজনৈতিক শিবিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এমতাবস্থায় গতকালই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে ভরতপুরের বিধায়ককে আজীবনের জন্য দল থেকে সাসপেন্ড করে দিয়েছে। ফলস্বরূপ রাজনীতির পারদ বেশ সরগরম। আর এই আবহে ঘটল আরেক ঘটনা। জানা গিয়েছে বাবরি মসজিদের ভিত নির্মাণ অনুষ্ঠানে (Babri Mosque Event) হাজির থাকতে হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রায় ৩০০ জঙ্গি সীমান্ত টপকানোর চেষ্টা চালাচ্ছে।

ভারতে ঢোকার তাল বাংলাদেশী জঙ্গিদের

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছিলেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। আর সেই অনুষ্ঠানে হাজির থাকতে হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রায় ৩০০ সদস্য সীমান্ত টপকানোর চেষ্টা চালাচ্ছে। মূলত, অবৈধভাবে সীমান্ত টপকে মালদহ ও মুর্শিদাবাদে উপস্থিত হওয়ার পরিকল্পনা নিয়েছে ওই জঙ্গিরা। শুধু তাই নয় অনুষ্ঠানে যদি পুলিশ বা প্রশাসন বাধা দেয় তাহলে তাঁরা চরম নাশকতা চালানোর পরিকল্পনাও করেছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ওই জঙ্গিরা নাকি চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে জামায়াতে ইসলামীর সন্ত্রাসী শিবিরে জড়ো হয়েছে।

বিশেষ সতকর্তা জারি

নাম প্রকাশ্যে অনিচ্ছুক BGB-র এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলাদেশের রাজশাহীর জেলার উল্টোদিকে অবস্থিত মুর্শিদাবাদ। স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটাতারের বেড়া। যার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদের চর কাকমারী সীমান্ত ও শিবগঞ্জ। অভিযোগ এই এলাকা থেকেই মূলত জঙ্গি ও চোরাকারবারীরা অতি সহজেই যাতায়াত করে থাকেন। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পরে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল তবে এখন নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে, ফলস্বরূপ সেই চত্বর দিয়ে বাংলাদেশী জঙ্গিদের ঢোকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সেবি নয় এবার রোজভ্যালির অডিটের দায়িত্ব দেওয়া হল SFI-কে! বড় নির্দেশ হাইকোর্টের

ভারতে বাংলাদেশি জঙ্গি প্রবেশের বিষয়ে ইতিমধ্যেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা BSF-কে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। এরপরই BSF বাংলাদেশ সংলগ্ন জলপথ ও স্থলপথে বিশেষ নজরদারি চালানোর কাজে নেমেছে। এদিকে, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত স্থাপনকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের জামায়াতে ইসলামী নেতারা। বাবরি মসজিদ স্থাপনের জন্য আর্থিক অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেই কারণে ইতিমধ্যেই মুর্শিদাবাদে থাকা তিনটি সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

Leave a Comment