প্রীতি পোদ্দার, কলকাতা: হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে উঠে এল বড় আপডেট! আজ থেকে মুর্শিদাবাদে মসজিদ নির্মাণ নিয়ে আর কোনও বাধা রইল না অবশেষে। শুধু তাই নয় মসজিদ তৈরির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এছাড়াও মসজিদের নির্মানকার্যে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল রাজ্য সরকারের উপরেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করার নির্দেশ দিল। যার ফলে এবার জয়ের হাসি হাসল সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক
উল্লেখ্য, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই ৬ ডিসেম্বর বেলডাঙায় ওই নামের মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষনা করেছিলেন হুমায়ুন কবীর। আর এই ঘোষণার পরেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। এমনকি নিজের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তৈরি হয়েছিল দূরত্ব। এদিকে কয়েক মাস আগেই ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙ্গায়। সেই সময় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমতাবস্থায় তাই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হালকা অশান্তির আঁচ পাওয়া গেল। তাই সেই কারণে হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আর তাতেই বড় রায় দিল কোর্ট।
উঠে এল কেন্দ্রীয় পদক্ষেপের প্রসঙ্গ
রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস সম্পর্কিত জনস্বার্থ মামলাটি ওঠে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “এর আগে রামমন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে। রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।” যদিও এর আগে এ বিষয়ে কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিল আদালত। সেই সময় কেন্দ্রের তরফে জানানো হয়, এলাকাটি সংবেদনশীল। আগেও সেখানে অশান্তি হয়েছে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও করতে হয়েছে। তাই এবার এই মামলায় বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট।
আরও পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদ অনুষ্ঠানে নয়া আতঙ্ক! হাজির থাকতে পারে ৩০০ বাংলাদেশী জঙ্গি
বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না। অর্থাৎ, হুমায়ুন কবীরের মসজিদের শিলান্যাসে এইমুহুর্তে আর কোনও বাঁধা থাকছে না বলেই জন্য যাচ্ছে। তবে আদালতের তরফে এই জানানো হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। এছাড়াও নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।