সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কী শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। আজকের এই মূল খবরটি আলোচনা হবে হবে শিলিগুড়ি টাউন স্টেশন নিয়ে। উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশনের মুকুটে নয়া এক পালক জুড়তে চলেছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, এই শিলিগুড়ি স্টেশন পেতে চলেছে ‘হেরিটেজ তকমা।’ হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হেরিটেজ তকমা পাচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন
জানা গিয়েছে, শিলিগুড়ি টাউন স্টেশনটি যে হেরিটেজ তকমা পেতে চলেছে সে বিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের কাছে শুক্রবার রেলমন্ত্রীর তরফে চিঠি এসেছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার দাবি আগে থেকেই জানিয়ে এসেছিলেন। পাশাপাশি তিনি রাতের বেলায় এনজিপি স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ও শিলিগুড়ি বাগরাকোট ফুটওভার ব্রিজেরও আবেদন জানিয়েছিলেন। রেল মন্ত্রকের তরফে শঙ্কর ঘোষের এই আবেদন গৃহীত হয়েছে এবং দাবিও শীঘ্রই পূর্ণ হবে বলে জানানো হয়েছে।
রেলমন্ত্রী চিঠিতে লিখেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশনকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ স্টেশন ঘোষণার বিষয়ে বিস্তারিতভাবে বিষয়টি পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এই তকমা শিলিগুড়ি তথা সমগ্র বাংলার মানুষের কাছে এক অনন্য গর্বের বিষয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই।
পুজো উপলক্ষে সেজে উঠছে পাহাড়
এদিকে একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। আর আসন্ন এই দুর্গাপুজোয় ইতিমধ্যে বহু মানুষ পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন নিশ্চয়ই। পুজোকে নজরে রেখে তিনটি রুটে টয় ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। আগামী ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে পাহাড়ের তিনটি নতুন রুটে বিশেষ জয়রাইড বা টয়ট্রেন পরিষেবা । টি অ্যান্ড টিম্বার স্পেশাল, দার্জিলিং–কার্শিয়াং স্টিম স্পেশাল এবং কার্শিয়াং-মহানদী সানরাইজ স্পেশাল নামের ট্রেন চলবে। এর ফলে আগামী কিছুদিনের মধ্যে পাহাড়ে পর্যটকদের ঢল নামার ব্যাপারে আশাবাদী সকলে।