হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া! ভারতকে চুনকাম করে সিরিজ পকেটে পুরল দক্ষিণ আফ্রিকা

India Vs South Africa Test India lost to South Africa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠেই চুনকাম হল ভারত। ক্ষমতা দেখিয়েই সিরিজ পকেটস্ত করে নিল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa Test)। শত চেষ্টা করেও প্রতিপক্ষের সামনে ঘুরে দাঁড়াতে পারল না ঋষভ পন্থের ভারত। যদিও ভারত যে হারবে সেটা বোঝা গিয়েছিল ইডেন টেস্টের পরই। গিলের চোট সমস্যা, দুর্বল ব্যাটিং অর্ডার এবং দক্ষিণ আফ্রিকার ঝাঁজালো বোলিং আক্রমণ মাথা তুলেই দাঁড়াতে দেয়নি টিম ইন্ডিয়াকে। আর তাতেই শেষ দিনে ভারতকে 140 রানে গুটিয়ে দিয়ে 408 রানের বিরাট ব্যবধানে সিরিজ নিয়ে চলে গেল প্রোটিয়ারা।

ব্যাটিং অর্ডারের ব্যর্থতাই ভারতের পরাজয়ের মূল কারণ

দ্বিতীয় টেস্টের শুরুতেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার বিচক্ষণ অধিনায়ক টেম্বা বাভুমা। সেই সূত্রেই ফিল্ডিং করতে নামে ভারতীয় দল। তবে যে বোলিং বিভাগ ভারতীয় দলের গর্ব, ইনিংসের শুরু থেকেই সেই ভারতীয় বোলারদের বোকা বানিয়ে রান তুলে চলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সুত্রেই শেষ পর্যন্ত 10 উইকেট খোয়া গেলেও নির্ধারিত সময়ের মধ্যে রানের পাহাড় গড়ে ফেলেছিল ভারতের প্রতিপক্ষ। প্রথম ইনিংস 489 তে শেষ করে প্রোটিয়ারা। তবে লজ্জার বিষয়, জবাবে ব্যাট করতে নেমে 201 এর বেশি রান তোলার ক্ষমতা হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। এদিন ভারতের ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছিল ম্যাচ হারতে হবে তাদের।

যাঁরা ম্যাচ দেখেছেন তারা জানবেন, শুধুমাত্র ব্যাটিং অর্ডারের দুর্বলতা নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পাল্টা জবাব দিতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস 201 এ শেষ হলে দ্বিতীয় ইনিংসে 260 রান খাড়া করে ভারতকে 549 রানের বিরাট লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। যা দেখে বোঝাই গিয়েছিল শেষ টেস্টও যাবে বিদেশিদের পকেটেই। শেষ পর্যন্ত সেটাই হল। ফের ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতাকে সুযোগ বানিয়ে 408 রানের বিরাট ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। জানাতেও লজ্জা হয়, এদিন ভারতের রবীন্দ্র জাদেজার 54 রান ছাড়া আর কেউই 20 র গন্ডি ছুঁতে পারেননি। যার মাশুল একেবারে হাতে নাতে দিতে হল রোহিত, বিরাটহীন ভারতীয় দলকে।

অবশ্যই পড়ুন: নোটিশ জারি সুপ্রিম কোর্টের, অবশেষে উঠছে বাংলার DA মামলা?

উল্লেখ্য, গত ইডেন টেস্টে মাত্র 3 বল খেলেই ঘাড়ে প্রচন্ড চোট পান ভারতীয় তারকা শুভমন গিল। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে গিলেট চোট গুরুতর হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন ঋষভ। তবে অধিনায়ক বদলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাগ্য বদলাতে পারল না ভারত।

Leave a Comment