বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন আর মাল্টিব্যাগার (Multibagger Stock) শব্দটির সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আসলে অল্প সময়ে যে ধরনের স্টক বিনিয়োগকারীদের পকেট ভরায় অর্থাৎ বিপুল পরিমাণ রিটার্ন দেয় সেগুলিরই পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক। প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন সংস্থার স্টকের মাল্টিব্যাগার হয়ে ওঠার কাহিনী নিয়ে হাজির হই। সেই সাথে স্টকগুলিতে বিনিয়োগ করা কতটা নিরাপদ হবে সেই সংক্রান্ত তথ্যও আপনাদের দিয়ে থাকি। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি পেনি স্টক, যার দাম 50 পয়সা থেকে সোজা 25 টাকা হয়েছে।
10 হাজার রাখলেই পেতেন প্রায় 52 লাখ
স্টক মার্কেটের বাজারে একেবারে ঝড় তুলেছে ভারতীয় সংস্থা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। মূলত খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনকারী এই ভারতীয় সংস্থাটি বিগত দিনগুলিতে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করেছে। আর সে কারণেই এই সংস্থার স্টকগুলি সময়ের সাথে সাথে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। জানলে অবাক হতে হয়, আজ থেকে ঠিক 5 বছর আগে অর্থাৎ 2020 সালে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 50 পয়সা। চলতি ডিসেম্বরে পৌঁছে সেই স্টকের দাম প্রথমে 25 টাকা এবং পরবর্তী 30 টাকা ছাড়িয়ে যায়।
না বললেই নয়, আজ অর্থাৎ 10 ডিসেম্বর বিকেল চারটে নাগাদ ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি স্টকের দাম 30 টাকা 40 পয়সায় ক্লোজ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট বলছে, বর্তমানে এই স্টকটির দাম কিছুটা কমে 30.40 টাকায় এসে পৌঁছেছে। তবে বাজার ঠিক হলে আগামী দিনে এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে বলেই আশা করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। এবার আসা যাক আসল কথায়, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 সালে যদি কোনও বিচক্ষণ বিনিয়োগকারী এই সংস্থার একটি স্টকে মাত্র 10 হাজার টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর হাতে থাকত 51 লাখ 92 হাজার বা তারও বেশি অর্থ।
এক কথায়, মাত্র 10 হাজার টাকা বিনিয়োগে ইনভেস্টরদের প্রায় 52 লাখ টাকা ফিরিয়ে দিয়েছে এই স্টক। আর হবে নাই বা কেন, মাত্র 5 বছরের মধ্যে ভারতীয় সংস্থাটির স্টকগুলি বিনিয়োগকারীদের একেবারে 51 হাজার 820 শতাংশ রিটার্ন দিয়েছে। গত 52 সপ্তাহের মধ্যে এই স্টকের দাম সর্বোচ্চ 41 টাকা 45 পয়সায় উঠেছিল। একইভাবে এই স্টকের দাম দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিম্ন 17 টাকায় পৌঁছেছিল।
অবশ্যই পড়ুন: ফের উঠবে বৈভব সূর্যবংশীর ঝড়! এই দিন মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
উল্লেখ্য, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সহ একাধিক রিপোর্ট বলছে, বিগত বছরগুলিতে ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জন করেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত তিন বছরে এই সংস্থার শেয়ারগুলি 12,880 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সংস্থার বর্তমান মার্কেট ক্যাপ 709 কোটি টাকা। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্মও এই সংস্থার স্টকগুলির উপর ভরসা রেখেছিল। এগুলির দাম যে আগামীতে বাড়তে পারে তারও ভবিষ্যদ্বাণী করেছিল তারা।