১০০০ থেকে বিনিয়োগ, মাসে মিলবে ৫৫৫০ টাকা সুদ! বাম্পার স্কিম পোস্ট অফিসের

Post Office MIS Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সবাই এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং পকেটে আসবে মোটা অংকের রিটার্ন। আর ঠিক সেই জায়গায় পোস্ট অফিসের স্কিম সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে আশীর্বাদ। কারণ, আজ আমরা এমন একটি স্কিম (Post Office MIS Scheme) নিয়ে কথা বলব যেখানে মাত্র ১০০০ টাকা থেকেই বিনিয়োগ করতে পারবেন এবং মাসে ৫৫৫০ টাকা আয় করতে পারবেন। এবার ভাবছেন নিশ্চয়ই কোন স্কিম? জানতে প্রতিবেদনটি পড়ুন।

কোন স্কিমের কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা এমআইএস স্কিমের কথা। যারা প্রতিমাসে মোটা অংকের টাকা রিটার্ন পেতে চান এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। আর মাসিক আয় প্রকল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, এখানে একবার বিনিয়োগ করতে হয়, পরে বিনিয়োগকারীরা গোটা ৫ বছরের জন্য নির্দিষ্ট মাসির হারে সুদ পায়। সবথেকে বড় ব্যাপার, এখানে ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হয় যা অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি।

রয়েছে স্বল্প বিনিয়োগের সুবিধা

সাধারণত বেশিরভাগ স্কিমে বিনিয়োগ করতে গেলে ৫০ হাজার টাকা বা ১ লক্ষ টাকা ন্যূনতম বিনিয়োগের সীমা থাকে। তবে এই স্কিমটি মাত্র ১০০০ টাকা থেকেই বিনিয়োগের সুযোগ দেয়। অর্থাৎ, আপনি একক অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। তবে যৌথ অ্যাকাউন্ট খুলে সর্বোচ্চ তিনজন এখানে বিনিয়োগ করা যায়। আর সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ থাকে।

বলাবাহুল্য, মাসিক আয় প্রকল্পে আপনি যদি ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি প্রতি মাসে ৫৫৫০ টাকা করে সুদ পাবেন। আর এক্ষেত্রে কোনও ওঠানামা ছাড়াই টানা ৫ বছর ধরে স্থিতিশীল রিটার্ন আসে। কারণ, এটি সম্পূর্ণ সরকার সমর্থিত প্রকল্প। আর মাসিক সুদ সরাসরি সঞ্চয় অ্যাকাউন্টে জমা হয়। ফলত, কোনওরকম ঝামেলা থাকে না।

আরও পড়ুনঃ সবুজ সংকেত দিল রেল! প্রত্যেক স্টেশনেই বসবে ম্যাকডোনাল্ডস, KFC-র মতো আউটলেট

মেয়াদপূর্তির পর মিলবে গোটা টাকা

তবে হ্যাঁ, স্কিমের মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ ৫ বছর পর বিনিয়োগকারী জমা করা সম্পূর্ণ মূলধন আবার ফেরত পাবে। এরপর পুনরায় মাসিক আয় স্কিমে বিনিয়োগ করতে পারে বা অন্য কোনও স্কিমে বিনিয়োগ করারও সুযোগ থাকে। বলে রাখি, মাসির আয় প্রকল্পের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই পোস্ট অফিসে একটি সঞ্চয় অ্যাকাউন্ট থাকতে হয়। আর যদি আপনার কোনও সঞ্চয় অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে তা খুলে নিতে হয়। তাই যদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং স্থিতিশীল রিটার্ন দিচ্ছে এমন কোনও স্কিম খোঁজেন, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।

Leave a Comment