সহেলি মিত্র, কলকাতাঃ রেলের নিয়মে ফের বড় বদল ঘটল। এবার তৎকাল টিকিট বুক করতে হলে বাধ্যতামূলক হবে OTP ভেরিফিকেশন (Tatkal Ticket OTP Verification)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই নয়া নিয়ম এখন দেশজুড়ে চলা ১০০টি মেল, এক্সপ্রেস ট্রেনে লাগু হবে। এই তালিকায় রয়েছে হাওড়া বিভাগের বহু ট্রেন। অর্থাৎ বহু ট্রেনে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এখন ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইকরণ বাধ্যতামূলক হবে। বৃহস্পতিবার থেকে রেল প্রশাসন এই নতুন ব্যবস্থা বাস্তবায়ন করেছে। এর উদ্দেশ্য হল তৎকাল টিকিটে স্বচ্ছতা আনা এবং দালালদের দমন করা।
তৎকাল টিকিটের জন্য OTP বাধ্যতামূলক করল রেল
রেলওয়ে কর্মকর্তাদের মতে, এই ব্যবস্থাটি প্রাথমিকভাবে রাজধানী, দুরন্ত এবং শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে প্রয়োগ করা হয়েছিল। সেখানে ইতিবাচক ফলাফল দেখার পর, এখন এটি সারা দেশে ১০০টি মেল এবং এক্সপ্রেস ট্রেনে সম্প্রসারিত করা হচ্ছে। নতুন সিস্টেমের অধীনে, রিজার্ভেশন সেন্টার থেকে তাৎক্ষণিক টিকিট বুক করার সময় যাত্রীর মোবাইল ফোনে একটি OTP পাঠানো হবে। এই OTP রিজার্ভেশন ফর্মে প্রবেশ করানো একই মোবাইল নম্বরে পাঠানো হবে। যাত্রীকে রিজার্ভেশন কাউন্টারে শেয়ার করে OTP যাচাই করতে হবে। OTP যাচাই করার পরেই তাৎক্ষণিক টিকিট জারি করা হবে। যদি OTP যাচাই করা না যায়, তাহলে টিকিট ইস্যু করা হবে না।
আরও পড়ুনঃ সমস্যায় পড়তে পারে KKR! IPL-এ কদিন খেলতে পারবেন না মুস্তাফিজুর? জানাল BCB
রেল কর্তাদের মতে, এই উদ্যোগ প্রকৃত যাত্রীদের জন্য তৎকাল টিকিট আরও সুবিধাজনক করে তুলবে এবং টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য করে তুলবে। ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা নিশ্চিত করবে যে তৎকাল টিকিট সঠিক যাত্রীদের কাছে পৌঁছাবে। এই প্রসঙ্গে রেল কর্তা জ্যোতি প্রকাশ মিশ্র জানিয়েছেন, ‘যাত্রীদের সুবিধা এবং তাদের স্বার্থ রক্ষা করা ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। পিআরএস কাউন্টারে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা বাস্তবায়নের ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত যাত্রীরা সরাসরি উপকৃত হবেন।’
রইল ১০০টি ট্রেনের তালিকা
- তপ্তী গঙ্গা এক্সপ্রেস
- সংঘমিত্র এক্সপ্রেস
- পুষ্পক এক্সপ্রেস
- ডিব্রুগড়-বিবেক এক্সপ্রেস
- খুশিনগর এক্সপ্রেস
- এএমএইচ-এলটিটি এক্সপ্রেস
- গোদান এক্সপ্রেস
- হাওড়া-এডিআই সুপারফাস্ট এক্সপ্রেস
- হাওড়া-এসএমভিএল এক্সপ্রেস
- আওয়াধ এক্সপ্রেস
- আজাদ হিন্দ এক্সপ্রেস
- এডিআই-গোরক্ষপুর এক্সপ্রেস
- বিবেক এক্সপ্রেস
- জয়নগর-এলটিটি পবন এক্সপ্রেস
- মুম্বাই মেইল
- চেন্নাই মেইল
- এলটিটি-জয়নগর পবন এক্সপ্রেস
- হাওড়া-সিএমএসটি মেল
- ফলকনুমা এক্সপ্রেস
- টিপিটিওয়াই-সিএমএনআর এক্সপ্রেস
- জগন্নাথ এক্সপ্রেস
- ERS-KIK এক্সপ্রেস
- এসবিসি-নান্দেদ এক্সপ্রেস
- ডিইই-জেইউ এসএফ এক্সপ্রেস
- পাতালকোট এসএফ এক্সপ্রেস
- আরএনসি-বিএসবিএস এক্সপ্রেস
- হাওড়া-গয়া এক্সপ্রেস
- অমরকণ্টক এক্সপ্রেস
- সৌরাষ্ট্র এক্সপ্রেস
- FBD-CPR এক্সপ্রেস
- বারাউনি-গোয়ালিয়র মেল
- রাজরানী এক্সপ্রেস
- ওয়েস্টকোস্ট এক্সপ্রেস
- হেট বাজার এক্সপ্রেস
- এইচওয়াইবি-বিজেপি এক্সপ্রেস
- ভানাঞ্চল এক্সপ্রেস
- নর্মদা এক্সপ্রেস
- পাঁচভেলি এক্সপ্রেস
- BGM-MYS এক্সপ্রেস
- গয়া-হাওড়া এক্সপ্রেস
- সুরাট-বিএসএল এক্সপ্রেস
- HTE-IPR এক্সপ্রেস
- পুরী-এইচপিটিওয়াই এক্সপ্রেস
- জিএইচওয়াই-এসএনজি এক্সপ্রেস
- SDAH-BLGT এক্সপ্রেস
- অমরাবতী এক্সপ্রেস
- আরডিপি-কেওএএ এক্সপ্রেস
- হিমাচল এক্সপ্রেস
- তপস্বিনী এক্সপ্রেস
- সুরাট-মহুয়া এক্সপ্রেস
- হেট বাজার এক্সপ্রেস
- আজনা এক্সপ্রেস
- সমলেশ্বরী এক্সপ্রেস
- সঙ্গম এক্সপ্রেস
- গৌড় এক্সপ্রেস
- জিইউভি-এমডিইউ এক্সপ্রেস
- KIK-ERS এক্সপ্রেস
- ক্রিয়া-ভাগা এক্সপ্রেস
- TPTY-KRYP এক্সপ্রেস
- এনজেডএম-বিজেপি এক্সপ্রেস
- ইন্টারসিটি এক্সপ্রেস
- টিপিটিওয়াই-সিসিটি এক্সপ্রেস
- বিপিএল-জেইউ এক্সপ্রেস
- শ্রী-জগন্নাথ এক্সপ্রেস
- LGL-SDAH PSGN এক্সপ্রেস
- তিস্তা-তোর্সা এক্সপ্রেস
- ABKP-DURG এক্সপ্রেস
- রুনি’স এক্সপ্রেস
- সাংঘি এক্সপ্রেস
- তপস্বিনী এক্সপ্রেস
- হাওড়া-এমকেএ এক্সপ্রেস
- কোয়না এক্সপ্রেস
- বিই-বিএসবি এক্সপ্রেস
- পুনে-এএমআই এক্সপ্রেস
- টিপিইউ-ডোজ এক্সপ্রেস
- কামরূপ এক্সপ্রেস
- গঙ্গা দামোদর এক্সপ্রেস
- বিজেপি-এইচওয়াইবি এক্সপ্রেস
- পাতালকোট এক্সপ্রেস
- ভিএসকেপি-কেআরবিএ এক্সপ্রেস
- বীরভূমি এক্সপ্রেস
- গঙ্গা দামোদর এক্সপ্রেস
- হুতাতামা এক্সপ্রেস
- আইপিআর-হাতিয়া এক্সপ্রেস
- আরএনওয়াই-এসসিএল এক্সপ্রেস
- চিত্রকূট এক্সপ্রেস
- জনহিত এক্সপ্রেস
- চৌরি চৌরা এক্সপ্রেস
- গৌড় এক্সপ্রেস
- হাওড়া-কির এক্সপ্রেস
- চিত্রকূট এক্সপ্রেস
- HTE-PRNC এক্সপ্রেস
- রণথম্ভোর এক্সপ্রেস
- এসবিআই-জ্যাট এক্সপ্রেস
- HSX-AGC এক্সপ্রেস
- জিএনটি-আরজিডিএ এক্সপ্রেস
- রণথম্ভোর এক্সপ্রেস
- বীরভূমি এক্সপ্রেস
- বিএসবি-বিই এক্সপ্রেস
- দুর্গ-এবিকেপি এক্সপ্রেস