সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেল (Indian Railways) বর্তমানে ঠিক কেমন অবস্থায় রয়েছে? খরচ কেমন হচ্ছে? সেসব নিয়ে সংসদে বড় তথ্য দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২২-২৩ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের নাকি খরচের পরিমাণ এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে যা বেশ উদ্বেগের। সেইসময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে ২০২২-২৩ সালে রেলওয়ে ১০০ টাকা আয় করতে ৯৮.১০ টাকা খরচ করেছে। এরপর এই আর্থিক বছরেও কোনও ব্যতিক্রম ঘটেনি। সংসদে মন্ত্রী জানিয়েছেন, এই ১০০ টাকা খরচ করতে গিয়ে বরং আরও ১০ পয়সা খরচ বেড়ে গিয়েছে।
১০০ টাকা আয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে রেল?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, অপারেটিং রেশিও উন্নত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। রেলের এরকম আর্থিক পরিস্থিতি কেন? এর জন্য পরোক্ষভাবে অনেকটা বাংলাকেই দায়ী করেছেন রেলমন্ত্রী। তিনি প্রধানত বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের বাস্তবায়ন থমকে থাকার কারণ হিসেবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই দায়ী করেছেন। একাধিক কাজ আটকে। যেমন ট্রেন, রেল কিংবা মেট্রো রেলের। রাজ্যের দাবি তাঁরা জমি দিতে পারছে না। এদিকে এই জমি দিতে না পারার কারণে রেলেরও কাজ থমকে গিয়েছে। যে কারণে আর্থিক অবস্থা কিছুটা হলেও খারাপ হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তুলল রেলমন্ত্রক
এদিন লোকসভায় রেলের অপারেটিং রেশিও নিয়ে লিখিত প্রশ্ন করেন বিজেপি সাংসদ ডি পুরন্দেশ্বরী। তারই লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে পরিসংখ্যান পেশ করেছেন, তা সকলকে অবাক করে রেখে দিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কী পরিসংখ্যান পেশ করা হয়েছে? রেলমন্ত্রীর খতিয়ান থেকে দেখা যাচ্ছে, ২০২২-২৩ আর্থিক বছরে রেলের অপারেটিং রেশিও ছিল ৯৮.১০ শতাংশ। অর্থাৎ, ১০০ টাকা আয়ে রেলের খরচের পরিমাণ ছিল ৯৮ টাকা ১০ পয়সা। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের এই অপারেটিং রেশিও দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশে। ফলে দু’বছরের ব্যবধানে রেলের ১০০ টাকা আয় করতে খরচের পরিমাণ বেড়েছে ১০ পয়সা।
আরও পড়ুনঃ রাজ্যে চুপিসারে বাতিল ৬.৩৪ লক্ষ রেশন কার্ড! কাদের নাম গেল বাদ? জানাল সরকার
আজিমগঞ্জ-নিউ ফারাক্কা শাখায় রোড-ওভার-ব্রিজ (আরওবি) তৈরি নিয়ে বাংলার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী বুধবার লোকসভায় জানিয়েছেন, রাজ্যে মোট ৩০২টি আরওবি/আরইউবি তৈরির প্রকল্প অনুমোদিত হয়ে আছে। এর মধ্যে ৯৯টি প্রকল্পের কাজই প্রধানত রাজ্য সরকারের ঢিলেমির জন্য থমকে রয়েছে। তার মধ্যে পর্যাপ্ত জমির অভাবে আটকে রয়েছে ১০টি। আজিমগঞ্জ-নিউ ফারাক্কা শাখায় আরওবি তৈরির প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। খরচের পরিমাণ কত হতে পারে, তার হিসেব নিকেশের কাজ শুরু হয়েছে।