১০০ টাকা থেকেই বিনিয়োগ, ৫ বছরে আয় হবে ১৭ লক্ষের বেশি! সেরা স্কিম পোস্ট অফিসের

Investment

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে সবাই চায়। তবে সঠিক বিনিয়োগের (Investment) বিকল্প অনেক খুঁজে পায় না। ব্যাঙ্কের পাশাপাশি অনেকে পোস্ট অফিসে বিনিয়োগ করে। তবে আপনি কি জানেন, পোস্ট অফিসে এমন কিছু স্কিম রয়েছে, যেগুলিতে সামান্য টাকা বিনিয়োগ করলেই কোটিপতি হতে পারেন। আজ আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে কথা বলব, যেখানে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করা যায়। আর এই স্কিমে পাঁচ বছরে ১৭ লক্ষ টাকা ঘরে নিয়ে আসতে পারবেন।

কোন স্কিমের কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের কথা। এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। আর আপনি যদি রেকারিং ডিপোজিট প্ল্যানে প্রতি মাসে মাত্র ২৫,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছরে আপনার আয় হবে ১৭ লক্ষ টাকার বেশি। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এই স্কিমে বর্তমানে বছরে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আর মূলত চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। ফলত, আপনি সুদ থেকে ৫ বছরে মোট ২.৭৪ লক্ষ টাকা আয় করতে পারবেন। আর পাঁচ বছর পর আপনার মোট মূল্যধন দাঁড়াবে ১৭,৭৪,৭৭১ টাকা।

কারা এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে?

যেমনটা জানা যাচ্ছে, আপনি ভারতের যে কোনও পোস্ট অফিসের মাধ্যমেই রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি শুধু সিঙ্গেল অ্যাকাউন্ট নয়, এখানে জয়েন্ট অ্যাকাউন্ট কিংবা তিনজন ব্যক্তি একসঙ্গে অ্যাকাউন্ট খোলার সুযোগ পায়। আর একটি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করা যায়। তবে এখানে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। আপনি যত খুশি বিনিয়োগ করতে পারবেন।

তবে হ্যাঁ, মাঝপথে আপনি আপনার রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। এমনকি যদি অ্যাকাউন্টধারী মেয়াদ পূর্তির আগেই মারা যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর তার উত্তরাধিকারী বা নমিনি ওই রেকারিং ডিপোজিটের টাকা তুলতে পারবে। এমনকি সে চাইলে ওই অ্যাকাউন্ট চালিয়ে যেতেও পারবে।

আরও পড়ুনঃ ‘যদি পুরুষ হও আর মায়ের দুধ পান করো…..!’ আসিম মুনিরকে প্রকাশ্যে হুমকি TTP-র

মনে রাখবেন এই বিষয়গুলি

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, সুদের হার সরকার দ্বারায় নির্ধারণ করা হয়। আর প্রতি তিন মাস অন্তর এখানে সুদ আপডেট করা হয়। এমনকি আপনাকে প্রতি মাসের নির্ধারিত তারিখের আগেই টাকা জমা দিতে হবে। নাহলে প্রতি ১০০ টাকার জন্য ১ টাকা করে জরিমানা গুনতে হবে। এছাড়া ভবিষ্যতে আইনি সমস্যা এড়ানোর জন্য অ্যাকাউন্ট খোলার সময় মনোনয়ন দিতে মোটেও ভুলবেন না। তাই যদি স্বল্প বিনিয়োগে ভবিষ্যতে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আজই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন এবং ভবিষ্যতকে সুরক্ষিত করুন।

Leave a Comment