প্রীতি পোদ্দার, কলকাতা: ফের নাম বদল হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্পের। আর সেই প্রকল্পের নামের মধ্যে ঢুকতে চলেছে রাম নাম। রাস্তা, শহরের নাম বদলের পর এবার একশো দিনের কাজ প্রকল্প মনরেগার (MGNREGA) নাম বদলে দিতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে মনরেগা পাল্টে হতে চলেছে VB G RAM G। সেই ক্ষেত্রে ১০০ থেকে বেড়ে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেবে মোদি সরকার। এমনই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
মহাত্মা গান্ধী প্রকল্পের নাম বদলে রামের নাম!
১০০ দিনের কাজের প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচি। এই প্রকল্পটি অদক্ষ কায়িক শ্রম গ্রহণ করতে ইচ্ছুক যেকোনও গ্রামীণ পরিবারকে প্রতি বছর ১০০ দিনের মজুরি কর্মসংস্থানের আইনি গ্যারান্টি প্রদান করে। কোভিডের সময় থেকেই এই প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই প্রকল্পের নাম আসলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা MGNREGA। কিন্তু এবার মোদি সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করতে চলেছে। সেই নাম বদল করে করা রাখা হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজিভিকা মিশন, যার শর্ট ফর্ম VB G RAM G। আর এক্ষেত্রেও রাম নাম ঢোকানোয় রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কেন এই নাম পরিবর্তন?
বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলগুলি প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। সেই সময় সরকারের তরফে যুক্তি দেওয়া হয় যে বিকশিত ভারত ২০৪৭ ভিসন-এর কথা মাথায় রেখে এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে। ২০০৫ সালে দেশের গরিব মানুষের জন্য বছরে একশো দিনের কাজ নিশ্চিত করাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রকল্পের একাধিক পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে কাজের সময়সীমা, আগে যেখানে ১০০ দিন কাজ হয় আর এখন সেটি ১২৫ দিন করা হয়েছে। পাশাপাশি কাজের টাকা পাওয়া যাবে এক সপ্তাহের মধ্যে কিংবা কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে। আর তাই সব কিছু পরিবর্তনের মাধ্যমে নাম পরিবর্তন।
ক্ষুব্ধ বিরোধীরা
কেন্দ্রের উদ্যোগে প্রকল্পের নাম পরিবর্তনের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁর মতে, ওই নাম পরিবর্তনের পিছনে যৌক্তিকতা কী, তা আদৌ বোধগম্য নয়। সরকারের ফালতু অর্থ খরচ হবে। দফতরের নাম থেকে লেখার প্যাড— সব কিছুতেই নতুন ভাবে নামকরণ করতে হবে। যার ফলে প্রভূত অর্থ খরচ হবে। অহেতুক এ ধরনের কাজ করার অর্থ কী, তা বোঝা যাচ্ছে না।’’ অন্যদিকে কেন্দ্রের নাম বদলের সিদ্ধান্তে বাংলার অপমানে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। তাঁর অভিযোগ, এরা তো বাংলার টাকা দিচ্ছে না। এক পয়সাও দেয়নি। এবার আবার নাম বদল করতে চাইছে! আদালত বকেয়া টাকা মিটিয়ে দিতে বললেও নানা ছক কষে চলেছে।
আরও পড়ুন: Campa-র পর আরও এক FMCG সংস্থা অধিগ্রহণের পথে আম্বানির রিলায়েন্স!
প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ‘মহাত্মা’ বলেছিলেন। যা বাংলার শ্রদ্ধা ছিল। আমরা এনিয়ে আপত্তি করছি। ব্যক্তি তো একই, তাহলে নাম কেন বদল করা হল? সরকার কাজ না করে, শুধু নাম বদল করে যায়। মহাত্মা শব্দের তাৎপর্যটা বুঝুন। বাংলার ইতিহাসকে, দিল্লির মসনদে থাকা জমিদাররা নাম বদল করতে চাইছে। যে পদ্ধতিতে মহাত্মা শব্দ বাদ দেওয়া হল, এর তীব্র নিন্দা করছি। মহাত্মা শব্দ রাখতে হবে। এটা আমাদের দাবি।”