বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে নিজের রুদ্রমূর্তি দেখিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কেন তিনি মহাতারকা, বল করতে গিয়ে হারে হারে বুঝতে পেরেছে প্রতিপক্ষের বোলাররা। একটানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি পর শেষ ম্যাচে 65 রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। আর এরপরই মাঠের প্রস্তুতির বদলে মানসিক প্রস্তুতির বক্তব্যের 100 শতাংশ মান রক্ষা করেছেন রোহিত সতীর্থ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হলেও কোহলির হাতে সুযোগ রয়েছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে 100 সেঞ্চুরি করা সচিন তেন্ডুলকারের ক্লাবে প্রবেশ করার। হ্যাঁ, এর জন্য অবশ্য আরও 16টি সেঞ্চুরি হাঁকাতে হবে বিরাটকে।
বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ওঠার সুযোগ রয়েছে কোহলির হাতে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একেবারে দাপিয়ে খেলেছিলেন কোহলি। সেই সূত্রেই প্রথম সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। এরপর দ্বিতীয় ম্যাচেও 102 রান করে তবেই মাঠ ছাড়েন বিরাট। শেষ ম্যাচ 65 রানের অপরাজিতা ইনিংসের পর সবমিলিয়ে শেষ চার ইনিংসে তিন 376 রান করেছেন চিকু। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পরই আন্তর্জাতিক কেরিয়ারে 84টি সেঞ্চুরি যোগ হয় কোহলির ঝুলিতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের আসনে রয়েছেন সচিন তেন্ডুলকরই। এবার তার পাশেই বসার সুযোগ রয়েছে বিরাটেরও।
হিসেব বলছে, কোহলি যদি আগামী দিনগুলিতে ওয়ানডে ক্রিকেটে থেকে আর মাত্র 16টি সেঞ্চুরি করতে পারেন তবে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাকানো ক্রিকেটারের হিসেবে সচিনের পাশেই বসবে তাঁর নাম। তবে এই রেকর্ড গড়তে গেলে 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলতে হবে কোহলিকে। সেক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আর কতগুলি একদিনের ম্যাচে অংশ নেবে ভারত।
অবশ্যই পড়ুন: ধোনির ভারতকে ২০১১-র বিশ্বকাপ জেতানো কোচ এবার টিম ইন্ডিয়াকে হারানোর ছক কষবেন
2027 বিশ্বকাপের আগে এতগুলি ওয়ানডে খেলবে ভারত
আসছে একদিনের বিশ্বকাপ এখনও বহুদূর। 2027 বিশ্বকাপের আগে অন্তত 18টি ওয়ানডে খেলবে ভারতীয় দল। আপাতত যা খবর, 2027 সালের আগে পর্যন্ত ভারতের হয়ে প্রায় প্রত্যেকটি ওয়ানডেতেই অংশ নেবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেক্ষেত্রে 18 ম্যাচের মধ্যে 16টি সেঞ্চুরি করা কোহলির পক্ষে যথেষ্ট কঠিন কাজ হবে বলেই মনে করছেন অনেকে। তবে শেষ পর্যন্ত যদি 2027 একদিনের বিশ্বকাপের ম্যাচগুলিতেও খেলেন কোহলি, সেক্ষেত্রে বিশ্বকাপে ভারতীয় দলের 10 ম্যাচ মিলিয়ে মোট 100 সেঞ্চুরি হলেও হয়ে যেতে পারে ভারতীয় মহাতারকার। তবে শেষ পর্যন্ত যদি কোহলি একদিনের বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেন সেক্ষেত্রে সচিনের রেকর্ডের পাশে বসার স্বপ্ন অধরাই থেকে যাবে ভারতীয় ব্যাটসম্যানের।