বিক্রম ব্যানার্জী, কলকাতা: লর্ডসের রণক্ষেত্রে 22 রানে জয় তুলেছে ইংল্যান্ড। ভারতকে হারিয়ে চলতি সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছেন বেন স্টোকসরা। তবে এগিয়ে থেকেও চিন্তা কমেনি ইংরেজদের। তৃতীয় টেস্টের পরই স্পিন বিভাগের একমাত্র ভরসা শোয়েব বশিরকে নিয়ে দুঃসংবাদ শোনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আসলে, লর্ডস টেস্টের তৃতীয় দিনে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন বশির। মূলত সেই কারণেই বাকি দুই টেস্ট থেকে ছিটকে যান 20 বছর বয়সী তরুণ স্পিনার। আর তাতেই কিছুটা শক্তি ক্ষুন্ন হয়েছিল ইংল্যান্ডের। তবে সেই রেশ কাটিয়ে এবার বশিরের বিকল্প খুঁজে নিল ECB। জানা যাচ্ছে, তরুণ স্পিনারের পরিবর্ত হিসেবে দীর্ঘ 8 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হল লিয়াম ডসনের।
বশিরেই ভরসা ছিল ইংল্যান্ডের
ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শোয়েব বশিরের ওপর স্পিন আক্রমণের দায়িত্ব দিয়েই রণক্ষেত্রে নেমেছিল ইংল্যান্ড। আসলে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গত টেস্টগুলিতে একমাত্র স্পিনার হিসেবে মাঠে নেমেছিলেন বশির। কাজেই, তাঁর ওপর ইংলিশদের স্পিন অ্যাটক ঠিক কতটা নির্ভরশীল ছিল, তা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজার স্ট্রেট ড্রাইভ ঠেকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চিড় ধরে ইংল্যান্ড তারকার। আর তাতেই বাকি দুই টেস্ট থেকে বাদ পড়লেন তিনি।
Welcome, Daws! 👋
Spinner Liam Dawson joins our squad for the Fourth Test match against India 🏏
Full story 👇
— England Cricket (@englandcricket) July 15, 2025
বশিরের বিকল্প হিসেবে জায়গা পাওয়া কে এই লিয়াম ডসন?
2016 সালের ডিসেম্বরে ভারতীয় দলের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছিল লিয়ামের। তবে দুঃখের বিষয়, তার ঠিক পরের বছর অর্থাৎ 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ডসন। এরপর তাঁকে আর সাদা জার্সি গায়ে তুলতে দেখা যায়নি। তবে সেই অপেক্ষা ঘুঁচতে চলেছে এবার। বশির চোট পাওয়ায় দীর্ঘ 8 বছর পার করে অবশেষে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট দলে প্রত্যাবর্তন হচ্ছে এই 35 বছর বয়সী তারকার।
অবশ্যই পড়ুন: ভারতের সবথেকে পুরনো বাঁধ, দাঁড়িয়ে রয়েছে ২০০০ বছর ধরে
বলা বাহুল্য, ইংল্যান্ড স্কোয়াডে নিয়মিত ডাক পেলেও প্রথম একাদশে সেভাবে জায়গা হয়নি লিয়ামের। নিজের টেস্ট কেরিয়ারে মাত্র 3 টি টেস্ট ম্যাচ খেলে 7 উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও যদি ওয়ানডে ও টি টোয়েন্টির কথা বলা যায়, সেখানেও খুব একটা আহামরি পরিসংখ্যান নেই লিয়ামের। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে 6টি ম্যাচে অংশ নিয়ে 5 উইকেট তুলেছেন তিনি। একইভাবে 14টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ভেঙেছেন 11টি গুরুত্বপূর্ণ উইকেট।
তবে যদি, লিয়ামের ঘরোয়া পরিসংখ্যানে চোখ রাখা যায়, সে ক্ষেত্রে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দাপট দেখিয়েছেন লিয়াম। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দলে কামব্যাক হওয়া এই খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে 212টি ম্যাচে অংশ নিয়ে 35.29 গড়ে 10,731 রান করেছেন। সেই সাথেই একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে উইকেট তুলেছেন 371টি।
ওয়াকিবহাল মহলের মতে, ইংল্যান্ড দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সে অর্থে সুযোগ না পাওয়ায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। কাজেই, দীর্ঘ 8 বছর পর টেস্ট দলে কামব্যাক হওয়ায়, ভারতের বিরুদ্ধে ঠিক কতটা জ্বলে উঠতে পারেন লিয়াম, এখন সেটাই দেখার।