সৌভিক মুখার্জী, কলকাতা: মেসির সফর কার্যত কালিমলিপ্ত করে দিল শহর কলকাতাকে (Lionel Messi Kolkata Visit)। হ্যাঁ, যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কাল গোটা কলকাতা। আর সেখানে ১০০ কোটি টাকার ঘাপলা হয়েছে বলে রিপোর্ট। তবে এর পিছনে বড় কোনও মাথা ধরেছে রয়েছে বলেই অভিযোগ প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের। জানা গিয়েছে, ১০ টাকার জলের বোতল নাকি ১৫০ টাকায় বিক্রি করা হয়েছে কাল যুবভারতী ক্রীড়াঙ্গনে।
এদিন বিজেপি সাংসদ অভিযোগ করছেন, কাল মাঠ থেকে আওয়াজ উঠছিল যে আমরা মেসিকে দেখতে এসেছিলাম। তবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, স্টেডিয়াম হয়তো ৫ টাকা, ১ টাকা দিয়ে বুক করা হয়েছে। কিন্তু আমাদের তাতে কোনওরকম আপত্তি নেই। কিন্তু আপত্তি রয়েছে একটা জায়গায়। সাধারণ মানুষের দাবি, ১০ টাকার জলের বোতল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। মেসিকে চুরি করে নিয়ে গিয়েছে। ১০০ কোটি টাকার ঘাপলা হয়েছে এখানে।
এমনকি তিনি এও বলেছেন, সাধারণ মানুষ বলছে যাদেরকে দেখা গেছে, মাঠে তাদের দেখতে ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে। তার জন্য ইডির দ্রুত তদন্ত দরকার। কী চুক্তি হয়েছিল, কী লস হয়েছে সবকিছু বিস্তারিত জানাতে হবে। এমনকি তিনি প্রশ্ন করেছেন, কেন ডিজি-কে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল। ডিজি আবেগের বসে বলে ফেলেছিলেন যে, সবাই বুঝতে পারছেন। উনি বলার পর দুই মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স ছেড়ে কেন উঠতে হল?
আরও পড়ুন: কলিং থেকে স্ট্যাটাস, ডেক্সটপ ব্যবহার! WhatsApp-এ যুক্ত হচ্ছে একাধিক নয়া ফিচার্স
প্রসঙ্গত এদিন লিওনেল মেসিকে কলকাতায় দেখার জন্য কেউ ১০ হাজার টাকা, কেউ ১২ হাজার টাকা, এমনকি কেউ ৩০ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে গিয়েছিলেন। তবে বিশৃঙ্খলের জোটে পড়ে মেসিকে দেখা তো দূর, কার্যত নেতা-মন্ত্রীদের দেখেই তাঁদের বাড়ি ফিরতে হল। আর তা নিয়ে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ থেকে উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিকরা। এমনকি অনুষ্ঠানের পরিচালক শতদ্রু দত্তকেকেও গ্রেফতার করা হয়েছে। আর স্টেডিয়ামে ভাঙচুরও চলে। এই পরিস্থিতিতে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার।