সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মুকুটে নয়া পালক! বিশ্বের অর্থনৈতিক শক্তিগুলির মধ্যে মাথাচাড়া হয়ে উঠছে আমাদের দেশ (Indian Economy)! হ্যাঁ, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও বোর্গে ব্রেন্ডে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারত খুব দ্রুত 10 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে চলেছে! তার মতে, বিশ্বের টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যেও ভারতের অর্থনীতি নতুন আশার আলো দেখাচ্ছে। প্রশ্ন উঠছে, আদৌ কি তা সম্ভব?
টালমাটাল বিশ্বে নজরকাড়া পারফরম্যান্স ভারতের
সাক্ষাৎকারে বোর্গে ব্র্যান্ডে জানিয়েছেন, গোটা বিশ্বের অর্থনীতি বিগত দশকের মধ্যে 4 শতাংশ বৃদ্ধির হার থেকে এখন মাত্র 3 শতাংশের নীচে নেমে এসেছে। আর সেখানে ভারত স্থিতিশীল ভাবে 6 থেকে 7 শতাংশে দাঁড়িয়ে রয়েছে। আর এটি নিঃসন্দেহে ইতিবাচক সম্ভাবনা। গত 10 বছরে ভারত তার জিডিপি দ্বিগুণ করেছে। আর এই ধারা যদি বজায় থাকে, তাহলে খুব শীঘ্রই 5 থেকে 10 ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে তাদের আর বেশি দিন সময় লাগবে না বলে দাবি করেন তিনি।
এদিকে ভারতের মধ্যমা বয়স মাত্র 28 বছর। অর্থাৎ, দেশের অর্ধেক জনগণই প্রায় 28 বছরের নীচে। আর ব্র্যান্ডে মনে করছেন যে, এই বিরাট প্রযুক্তি সচেতন তরুণই কর্মক্ষেত্রে ভারতের সবথেকে বড় সম্পদ হয়ে উঠতে পারে। আর ভারতের কর্মশক্তি প্রতিবছর বাড়ছে এবং প্রযুক্তিতে পারদর্শি তরুণরা ভারতের অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
তবে থেকে যাচ্ছে কিছু ঘাটতি
তবে এই ইতিবাচক বার্তার মধ্যেও বোর্গে ব্রেন্ডে সাফ জানিয়ে দিয়েছেন, ভারতকে আরো উদারীকরণ করতে হবে এবং পরিকাঠামোগত উন্নয়নে জোর দিতে হবে। আর যদি এইসব ক্ষেত্রগুলিতে ভারত দ্রুত পদক্ষেপ নেয়, তাহলে শুধুমাত্র অর্থনৈতিকভাবে নয়, বরং সমস্ত দিক থেকেই ভারত সেরাদের সেরা কাতারে পৌঁছে যাবে।
এমনকি সাক্ষাৎকারের শেষ দিকে AI নিয়ে আশঙ্কা করে বোর্গে ব্রেন্ডে কথা বলেছেন। তিনি বলেন, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবে কিছু চাকরি হারিয়ে যেতে পারে। তবে সেই সঙ্গে নতুন ধরনের চাকরির সুযোগ তৈরি হবে। তিনি বলেছেন, AI যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে উৎপাদনশীলতা প্রায় 10% পর্যন্ত বাড়ে। আর এই উৎপাদন বৃদ্ধির সুবিধা আবারো পুনঃবিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।