প্রীতি পোদ্দার, কলকাতা: গত সেপ্টেম্বরে প্রায় ৮ বছর পর স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নিয়েছে। ৭ দিনের ব্যবধানে নবম-দশম ও একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। নির্বিঘ্নেই কেটেছে পরীক্ষা, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেও বের হবে ফলাফল। কিন্তু এবার সেই পরীক্ষার পর এক মাস কাটতে না কাটতেই ফের রাস্তায় মিছিল বের করল SSC প্রার্থী। না পুরাতন চাকরিহারা প্রার্থীরা নয়, রাস্তায় নামলেন নতুন চাকরিপ্রার্থীরা (SSC Candidates Protest At Karunamoyee)। একগুচ্ছ দাবি নিয়ে বৃষ্টির মধ্যেই গর্জে উঠলেন তাঁরা।
করুণাময়ীতে ফের বিক্ষোভ
জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার করুণাময়ীতে জমায়েত করেন ২০২৫ সালে SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় প্রথম বার যারা পরীক্ষায় বসেছিলেন। একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন বিকাশভবন অভিযানের ডাক দেন তাঁরা। যার মধ্যে অন্যতম ছিল চাকরিহারাদের পরীক্ষায় বাড়তি ১০ নম্বর দেওয়ার প্রতিবাদ। কিন্তু এই মিছিল শুরু হতে না হতেই পুলিশি বাঁধার মুখে পড়েন তাঁরা এবং করুণাময়ীতে তাঁদের আটকে দেয় পুলিশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে একসঙ্গে এতজন যাওয়া যাবে না, শুধুমাত্র কয়েক জন প্রতিনিধিকে অনুমতি দেওয়া হবে। আর সেই কারণে অবস্থান বিক্ষোভ শুরু করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। তাঁরাও পাল্টা হুঁশিয়ারি দেয় যে প্রয়োজনে রাতভর রাস্তায় প্রতিবাদ জানাবেন তাঁরা।
নম্বর নিয়ে বিশেষ দাবি বিক্ষোভকারীদের
মিছিলক কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ীতে। কিন্তু শত বাঁধা থাকলেও নিজেদের দাবিতেই অনড় থাকার প্রতিশ্রুতি নিয়েছে SSC নতুন পরীক্ষার্থীরা। আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলি হল- চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যাবে না। দ্বিতীয়ত ১৪ বছর ধরে কোনও নিয়োগ হয়নি তাই এক লক্ষ শূন্যপদ বাড়াতে হবে। তাঁদের দাবি, আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা কোথাও যাবেন না। কদিন আগেও এসএসসি অভিযান করেছিলেন নতুন চাকরিপ্রার্থীরা। সেদিনও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদী চাকরিপ্রার্থীরা একই অভিযোগ তুলেছিলেন। কিন্তু তাতেও জল গড়ায়নি।
আরও পড়ুন: জেলমুক্তি পেতে মরিয়া পার্থ! নিয়োগ দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চান আদালতে
শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই ঘটনায় শুধু স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরাই প্রশাসনের প্রতি ক্ষুব্ধ নন, তার সঙ্গে টেট উত্তীর্ণরাও বেশ ক্ষুব্ধ। পুজোর আগেই টেট উত্তীর্ণদের একাংশ ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নেমেছিল। সেখানেই পুলিশের ধস্তাধস্তি দেখা যায়। ধর্মতলা মেট্রো থেকে বেরিয়ে বিধানসভা ভবনের দিকে বিক্ষোভকারীরা যখন যাচ্ছিলেন তখন পুলিশের তাড়ায় ধস্তাধস্তি শুরু হয়। কোথাও বচসা, কোথাও কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। আর এবার সেই একই পরিস্থিতির দৃশ্য দেখা গেল আজ করুণাময়ীতে।