১০ বছরে মোদীর সম্পত্তি বাড়ল ৮২%, রাহুলের ১১৭! অভিষেকের কত? দেখুন হিসেব

Narendra Modi Rahul Gandhi abhishek banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে হাওয়া বেশ সরগরম রাজ্য জুড়ে। ভোট প্রচারের ময়দানে রীতিমত উঠে পড়ে লেগেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীদল। একে অপরের বিরুদ্ধে ধরছে দুর্নীতির কেচ্ছা। এমতাবস্থায় প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) সহ বেশ কয়েকজন রাজনীতিবিদের সম্পত্তির খতিয়ান। আর তাতেই চক্ষু চড়ক গাছ সকলের। জানা গিয়েছে, ১০ বছরে মোদির সম্পত্তি বেড়ে হয়েছে ৩ কোটি।

নরেন্দ্র মোদীর সম্পত্তি বেড়েছে ৮২ শতাংশ

হলফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় ১১ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকায়। তবে বর্তমানে সেই সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবে সকলে। রিপোর্ট মোতাবেক সম্প্রতি ২০১৪-২০২৪, এই দুই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া সাংসদদের তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণাত্বক রিপোর্ট তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ। আর তাতেই জানা গিয়েছে গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৮২ শতাংশ। ২০১৪ সালে জীবনে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ার সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ ছিল, ১ কোটি ৬৫ লক্ষ ৯১ হাজার ৫৮২ টাকা। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি বেড়ে হয়েছে, ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকা অর্থাৎ ৮২ শতাংশ।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট

সম্পত্তি বেড়েছে রাহুল, অভিষেকেরও

গত ১০ বছর যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি যে বেড়েছে তা নয়, এই সময়কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিও বৃদ্ধি হয়েছে ৫৩ শতাংশ। দশ বছর আগে অভিষেকের সম্পত্তির পরিমাণ ছিল দেড় কোটি টাকার কিছু বেশি। কিন্তু ১০ বছর পরে সেটি হয়েছে আড়াই কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্পত্তি বেড়েছে ১১৭ শতাংশ। ১০ বছর আগে রাহুল গান্ধীর সম্পদ ছিল নয় কোটি, সেটি এখন বেড়ে হয়েছে কুড়ি কোটি। আর এই সম্পদ বৃদ্ধির তালিকায় নাম রয়েছে আরো দুই বিজেপি সাংসদের।

আরও পড়ুন: রয়েছে ফাঁকফোকর, SSC-কে ফের অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

জানা গিয়েছে, সম্পদ বৃদ্ধির তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের ফারুকাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত এবং পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। ২০১৪ সাালে মুকেশ রাজপুতের সম্পত্তির অঙ্ক ছিল ৭ লক্ষ ২৫ হাজার। ২৪ সালে তা হয়েছে ৯ কোটি ৩৬ লক্ষ টাকারও কিছু বেশি। অন্যদিকে সৌমিত্র খানের সম্পত্তির অঙ্ক ছিল ১১ লক্ষ ৯৭ হাজার টাকা পরে বেড়ে হয়েছে ৩ কোটি ৮ লক্ষ টাকা। গত ১০ বছরে সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে মহারাস্ট্রের সাতারার সাংসদ শ্রীমন্ত প্রতাপসিংহ মহারাজের। ৬০ কোটি থেকে বেড়ে হয়েছে ১৬২ কোটি টাকা। গত এক বছরে বিজেপি সাংসদ হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৭ শতাংশ।

1 thought on “১০ বছরে মোদীর সম্পত্তি বাড়ল ৮২%, রাহুলের ১১৭! অভিষেকের কত? দেখুন হিসেব”

Leave a Comment