১০ বছরে ১৭ কোটি চাকরি দিয়েছে মোদি সরকার! লোকসভায় রিপোর্ট দিলেন শ্রমমন্ত্রী

Central Government Job

সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার 17 কোটি চাকরি (Central Government Job) দিয়েছে বলে সোমবার লোকসভায় জানিয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যা। হ্যাঁ, তিনি দাবী করেছেন, ইউপিএ সরকারের আওতায় 10 বছরে যেখানে 3 কোটি চাকরি হয়েছিল, সেখানে মোদি সরকারের শাসনকালে এই সংখ্যা প্রায় 6 গুন বেড়ে গিয়েছে। 

লোকসভায় প্রশ্নের উত্তরে মান্ডব্য বলেছেন, গত 10 বছরের মোদি সরকারের সময়ে প্রায় ১০ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। আর যদি ইউপিএস সরকারের 10 বছরের হিসাব দেখি, তাহলে সেখানে মাত্র 3 কোটি চাকরি হয়েছে। আর আমরা নিজেরা এটা বলছি না, এটি রিজার্ভ ব্যাংকের তথ্য।

গত 6 মাসে 11 লক্ষ যুবকের চাকরি

তিনি আরও জানিয়েছেন, গত 6 মাসে কেন্দ্র সরকার 11 লক্ষ যুবকের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছে। আর এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে মোদি সরকারের তৃতীয় দফা থেকেই শুরু হতে চলেছে পিএম বিকসিত ভারত রোজগার যোজনা (PMVBRY), যার লক্ষ আগামী পাঁচ বছরে আরও 4 কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া। আর এই যোজনার আওতায় মোট 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কী এই পিএম বিকসিত ভারত রোজগার যোজনা?

বলে দিই, পিএম বিকসিত ভারত রোজগার যোজনার আওতায় আগামী 2 বছরের মধ্যে 3.5 কোটির বেশি কর্মসংস্থান তৈরী লক্ষমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে 1.92 কোটি হবে সম্পূর্ণ নতুন চাকরিপ্রার্থী। আর এই প্রকল্প মোটামুটি 1 আগস্ট, 2025 থেকে 31 জুলাই, 2027- এর মধ্যেই চলবে। উল্লেখ্য, এই স্কিমটি দুটি ধারায় বিভক্ত। চাকরিপ্রার্থীদের জন্য Part A এবং নিয়োগকারীদের জন্য Part B।

যারা Part A অর্থাৎ চাকরিপ্রার্থী বা প্রথমবার চাকরি পাচ্ছে, তাদের ইপিএফ মজুরি হিসাবে 15,500 টাকা পর্যন্ত সরকার থেকে দুই কিস্তি দেওয়া হবে। তবে প্রথম কিস্তি চাকরিতে যোগ দেওয়ার ছয় মাস পর দেওয়া হবে, আর দ্বিতীয় কিস্তি 12 মাসের পর ফিনান্সিয়াল লিটারেসি কোর্স সম্পন্ন করার পর দেওয়া হবে। এক্ষেত্রে স্টাইপেন্ড সঞ্চয় অ্যাকাউন্টে রেখে দেওয়া যাবে, যা পরবর্তীতে তুলতে হবে।

পাশাপাশি Part B অর্থাৎ নিয়োগকারীদের ক্ষেত্রে প্রত্যেক নতুন কর্মীর জন্য যারা অন্তত ছয় মাস ধরে চাকরি করবে, তাদেরকে 3000 টাকা প্রতি মাসে অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই সুবিধা চার বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ইপিএফ-এতে রেজিস্টার্ড প্রতিষ্ঠানকে 50 জনের কম কর্মী থাকলে কমপক্ষে ২ জন কর্মী নিয়োগ করতে হবে, আর 50 জন বা তার বেশি কর্মী থাকলে কমপক্ষে 5 জন অতিরিক্ত কর্মীকে নিয়ে নিযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ ‘মৃত অর্থনীতির দেশ ভারত!’ দাবি করা মার্কিন প্রেসিডেন্টের মুখ পোড়াল তাঁরই সংস্থা

আর এই প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার একদিকে চাকরিপ্রার্থীদের আর্থিক সহায়তাও দিচ্ছে, অন্যদিকে নিয়োগকারীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করার উৎসাহ দিচ্ছে। এর ফলে শিল্পক্ষেত্রে যেমন ইতিবাচক পরিবর্তন আসবে, তেমনই দেশে বেকারত্বের হার অনেকটাই কমবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment