বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে রয়েছেন বিহারের 14 বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর আগ্রাসি ব্যাটিং দেখতে, মুখিয়ে থাকেন ভক্তরা। এবার সেই ভারতীয় কিশোরই ভেঙে ফেললেন কিংবদন্তি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। হ্যাঁ, বুধবার বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 84 বলে 190 রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পরই নতুন রেকর্ডের খাতায় নিজের নাম একেবারে স্বর্ণাক্ষরে লিখলেন ভারতীয় অনূর্ধ্ব 19 দলের সদস্য। ঠিক কী করেছেন সূর্যবংশী?
ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন বৈভব
আজ, প্রথমে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশের বোলারদের চোখে সর্ষের ফুল দেখিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এদিন বৈভবের ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখেছেন দর্শকরা। প্রতিপক্ষের বোলিং আক্রমণকে নাস্তানাবুদ করে বুধবার মাত্র 36 বলে সেঞ্চুরি করে ফেলেন সূর্যবংশী। তবে এখানেই থামেননি তিনি। বল যখন 54, বৈভবের ব্যাট থেকে 150 রান বেরিয়ে গিয়েছে। আর এই ঘটনার পরই দক্ষিণ আফ্রিকান তারকার রেকর্ডকে পেছনে ফেললেন সূর্যবংশী।
আসলে এর আগে, 2015 সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে মাত্র 64 বলে 150 রান করেছিলেন প্রোটিয়া তারকা ডেভিলিয়ার্স। সবচেয়ে মজার বিষয়, লিস্ট এ ক্রিকেটে একেবারে 10 বলের ব্যবধান বজায় রেখে বিরাট কোহলির বন্ধুর রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন বৈভব। সব মিলিয়ে, অরুণাচলের ম্যাচে মাত্র 54 বলে 150 রান পূরণ করায় এই মুহূর্তে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 150 করা ক্রিকেটার হয়ে উঠেছেন বৈভব।
অবশ্যই পড়ুন: ভারত দখল করা হল না তাই এবার দিল্লি থেকে চাল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশের!
উল্লেখ্য, বুধবার বৈভব সূর্যবংশীর পাশাপাশি বিহারের অধিনায়ক সাকিবুল গনির ব্যাট থেকেও 40 বলে 128 রানের বড় যোগদান পেয়েছে দল। এছাড়াও বাকি ব্যাটসম্যানদের লড়াইকে সঙ্গী করে শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 574 রান করে ফেলে বিহার দল। আর সেই সূত্র ধরেই লিস্ট এ ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি রান নির্ধারণকারি দল হিসেবে ইতিহাস গড়ে ফেলল বৈভবদের বিহার।