১০% বাড়ল কাঁচা তেলের ব্যারেলের দাম! শুল্ক নিয়ে বড় ভাবনা কেন্দ্রের

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ইরান ইজরায়েলের যুদ্ধ (Iran Israel Conflict) তাণ্ডবে নাকাল অবস্থা বিশ্ববাজারে। গত দেড় মাসে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে চলেছে। জুনের শুরুতে সর্বনিম্ন স্তর স্পর্শ করার পরে অপরিশোধিত তেল এখন পর্যন্ত ব্যারেল প্রতি ৪ ডলারের বেশি বেড়েছে। অর্থাৎ অশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশের বেশি। আর এই আবহে দেশে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাপালে মোদি সরকার শুল্ক কমানোর কথা ভাবতে পারে বলে মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বড় চিন্তা বিশ্ব জুড়ে!

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই দীর্ঘ প্রতীক্ষার পর কমেছে ডিজেল ও পেট্রোলের দাম। তারপর থেকে দেশের প্রায় সব জায়গায় ডিজেল ও পেট্রোলের দাম স্থিতিশীল ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে জটিল আকার ধারণ করল। এই আশঙ্কায় হু হু করে বেড়ে গেল অশোধিত জ্বালানি তেলের দাম।

যার জেরে দেশে নির্বাচনের আগে দাম পরিবর্তনের চাপ বাড়ছে। জানা গিয়েছে, অশোধিত তেলের চাহিদার ৮৫% আমদানি করে ভারত। গ্যাসের ক্ষেত্রে তা প্রয়োজনের অর্ধেক। অর্থাৎ তেলের ৪০% এবং গ্যাসের অর্ধেকই আসে পশ্চিম এশিয়া থেকে।

গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা

কিন্তু এবার অশোধিত তেলের পাশাপাশি ভয় ধরাচ্ছে LPG রান্নার গ্যাসও। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, কয়েক সপ্তাহের অশোধিত তেল মজুত রয়েছে। তা জোগাতে আপাতত সমস্যা হবে না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু LPG নিয়ে চিন্তা যেন বেড়েই চলেছে। দেশের বন্দর, শোধনাগার, বিবিধ টার্মিনাল মিলিয়ে তার মোট মজুত ১৬ দিনের চাহিদা মেটাবে। তাই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসেরও দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ছে।

ভয় ধরাচ্ছে হরমুজ প্রণালী!

LPG গ্যাসের চাহিদা প্রসঙ্গে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেন, “আমাদের কাছে স্বাভাবিক মজুতই রয়েছে। তবে সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছি।” তবে সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে হরমুজ প্রণালী।

গত রবিবার, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে ইরানের পার্লামেন্ট অনুমোদন দিতেই বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। আশঙ্কা ছড়ায়, স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ ব্যারেল তেল ও গ্যাসের কনসাইনমেন্টের কী হবে?

আরও পড়ুন: কোনও নথি ছাড়াই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, সুখবর দিল EPFO

চিন্তিত ভারতও

এদিকে হরমুজ প্রণালী বিয়ে বেশ চিন্তার মুখে পড়েছে ভারত। দৈনিক যে ৫৫ লক্ষ ব্যারেল অশোধিত তেল কেনা হয়, তার মধ্যে ২০ লক্ষই আসে হরমুজ প্রণালী দিয়ে। তবে তেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, হরমুজে যদি সমস্যা হয় তাহলে ভবিষ্যতে রাশিয়া, আমেরিকা ও ব্রাজিল থেকে আমদানি বাড়াতে হবে।

যদিও সেক্ষেত্রে খরচের পরিমাণ বাড়বে। তবে এইমুহুর্তে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছে বেশ কয়েক সপ্তাহের তেল মজুত করা রয়েছে। এমনকি দেশে জ্বালানির জোগান বহাল রাখতে সব রকম পদক্ষেপ করা হবে।

Leave a Comment