সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’ (Cyclone Montha)। ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে ল্যান্ডফল করার জন্য প্রস্তুত। IMD-র তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে। আজ ২৬ অক্টোবরের মধ্যে এই নিম্নচাপটি তীব্রতর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৭ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’
আইএমডি জানিয়েছে যে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২৮ অক্টোবর সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরও এগিয়ে গেলে, এটি ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে মাছিলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার আশেপাশে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে, যা তীব্রতর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হল, ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়ার গতিবেগ থাকবে।
ঘূর্ণিঝড় ‘মান্থা’র সতর্কতা জারি রাজ্যে
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড় মান্থা সম্পর্কে সমস্ত জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করেছেন। মুখ্যমন্ত্রী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, “যেহেতু ঘূর্ণিঝড়টি ২৬, ২৭, ২৮ এবং ২৯ অক্টোবর রাজ্যে মারাত্মকভাবে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে, তাই আবহাওয়া বিভাগ একটি লাল সতর্কতা জারি করেছে। কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।” জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধে আগে থেকেই প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভুবনেশ্বরের আবহাওয়া কেন্দ্রের পরিচালক ডঃ মনোরমা মোহান্তির মতে, আইএমডি ২৮ এবং ২৯শে অক্টোবর দক্ষিণ ও উপকূলীয় কিছু জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য লাল সতর্কতা জারি করেছে। ২৬ অক্টোবর সন্ধ্যা থেকে ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ওড়িশা উপকূলে সমুদ্রের পরিস্থিতি খুব উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র অঞ্চলে যারা আছেন তাদের অবিলম্বে তীরে ফিরে আসা উচিত।
A) #Depression over eastcentral #Arabian Sea
The Depression over eastcentral Arabian Sea moved west-northwestwards with a speed of 12 kmph during past 6 hours and lay centered at 1130 hrs IST of today, the 25th October 2025, over the same region, near latitude 16.6°N &… pic.twitter.com/mMrhbadsNi
— India Meteorological Department (@Indiametdept) October 25, 2025