সহেলি মিত্র, কলকাতা: সকাল সকাল দুঃসংবাদ রইল শিয়ালদা (Sealdah) লাইনের যাত্রীদের জন্য। ফের একবার বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন, তাও কিনা লোকাল ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ১ (কিমি. ০/১৮ভি-০/৩১ভি)-এর লাইন নং ৫-এ আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ভোর ৩:৩০ অবধি অর্থাৎ এক টানা ৩ ঘন্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ব্লক ও পাওয়ার ব্লক থাকবে। যে কারণে বহু লোকাল ট্রেন বাতিল থেকে শুরু করে কিছু ট্রেন নিয়ন্ত্রিত হবে।
একাধিক লোকাল ট্রেন বাতিল করল রেল
জানা গিয়েছে, আজ রাতে ট্রেন নম্বর ৩১৪৪৭ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল এবং ট্রেন নম্বর ৩১৪৫০ ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল বাতিল থাকবে। অপরদিকে ৩১৫৪২ ডাউন শান্তিপুর শিয়ালদা লোকাল আজ বৃহস্পতিবার ব্যারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩১৫১১ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল শুক্রবার ১২ ডিসেম্বর ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

এছাড়াও ট্রেন নম্বর ৩৩৮৫৮ ডাউন বনগাঁও শিয়ালদা লোকাল ১১ ডিসেম্বর দমদম ক্যাণ্টনমেন্টে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৮১৫ আপ শিয়ালদা বনগাঁও লোকাল ১২ ডিসেম্বর শুক্রবার দমদম থেকে যাত্রা শুরু করবে।
অপরদিকে ট্রেন নম্বর ৫৩১৭১ আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ ১২ ডিসেম্বর ব্লক বাতিল হওয়ার পর, শিয়ালদা থেকে ভোর ৩:৪৫ মিনিটের বদলে ভোর ৪:১৫ মিনিটে ছাড়বে। ব্লক চলাকালীন ট্রেন চলাকালীন ট্রেন চলাচলে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে রেল।