বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটের কোন স্টক বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার (Multibagger Stock) রিটার্ন দেবে তা বলা মুশকিল। অনেকেই বলেন, পেনি স্টক অর্থাৎ 1 টাকা বা তারও নিচের স্টকগুলির দাম ঊর্ধ্বমুখী হওয়াটা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপর। তবে বহু বিনিয়োগকারী বিশ্বাস করেন, কোন স্টকের দাম আকাশ ছোঁয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে তার একটা আভাস পাওয়া যায় আগে থেকেই। আজকের প্রতিবেদনে রইল তেমনই এক স্টকের মাল্টিব্যাগার হয়ে ওঠার কাহিনী। যা 60 পয়সা থেকে 33 টাকায় পৌঁছেছে। সবচেয়ে বড় কথা, মাত্র 11 মাসে বিনিয়োগকারীদের 600 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক।
1 লাখ 11 মাসে হয়েছে 7 লাখ
আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ভারতের ডায়মন্ড সহ অন্যান্য জুয়েলারি প্রস্তুতকারক সংস্থা মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের মাল্টিব্যাগার স্টক। প্রথমেই বলে রাখি, মুম্বই ভিত্তিক ডায়মন্ড সহ অন্যান্য জুয়েলারি ম্যানুফ্যাকচারিং সংস্থাটি যাত্রা শুরু করেছিল 1987 তে। এরপর থেকে ধাপে ধাপে নিজেদের সাফল্যকে দেখেছে এই সংস্থা। বলাই বাহুল্য, উপেন্দ্র এন সাহা এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে রয়েছেন।
না বললেই নয়, বিগত বছরগুলিতে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই সংস্থার স্টকগুলি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় 2020 সালে অর্থাৎ আজ থেকে 5 বছর আগে করনোকালে মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের একটি স্টকের দাম ছিল মাত্র 60 পয়সা। গত বছর অর্থাৎ 2024 সালে সেই স্টকের দাম গিয়ে দাঁড়ায় 46 টাকায়। যদিও গত 2 ডিসেম্বরে এই স্টক 33 টাকায় ট্রেড করেছে। অর্থাৎ গত বছরের তুলনায় অনেকটাই কমেছে এই স্টকের দাম। কিন্তু তা হলেও, বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে এই স্টকটি।
জানলে অবাক হতে হয়, মাত্র 60 পয়সার এই স্টক গত 11 মাসে তার বিনিয়োগকারীদের 600 শতাংশই রিটার্ন প্রদান করেছে। অর্থাৎ 11 মাস আগে যদি কেউ এই স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে তিনি ফেরত পেতেন 7 লাখ টাকা। হিসাবটা 10 লাখে করলে পরিমাণটা গিয়ে দাঁড়াবে 70 লাখে। সবচেয়ে বড় কথা, যে সমস্ত ব্যক্তিরা 2020 সালে 60 পয়সার এই স্টকে বিশ্বাস করে অর্থ রেখেছিলেন আজকের দিনে তারা কয়েক কোটি টাকার মালিক।
অবশ্যই পড়ুন: বিরাট সেঞ্চুরি না করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো BCCI-কে! প্রকাশ্যে চমকে দেওয়ার মতো তথ্য
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী, মূলত ডায়মন্ড সহ অন্যান্য জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেড সংস্থাটি বিগত বছরগুলিতে তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। যার কারণে চড়াই উৎরাই পেরিয়ে এই সংস্থার স্টকগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে। যদিও স্ক্রিনারের রিপোর্ট অনুযায়ী, 5 ডিসেম্বর বিকেলে এই স্টকের দাম কিছুটা কমে 28.6 টাকায় ক্লোজ হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাজার চাঙ্গা থাকলে আগামী দিনে এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে।