১১ লক্ষ কর্মী পাবেন ৯টি সুবিধা! UPCOS লাগু করল রাজ্য সরকার

UPCOS Employee

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল অর্থাৎ বুধবার রাজ্যের ১১ লক্ষ আউটসোর্স কর্মচারীদের জন্য বড়সড় ঘোষণা করলেন। এদিন মন্ত্রীসভার  বৈঠকে অনুমোদন পেয়েছে উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন বা UPCOS। দীর্ঘদিন ধরেই অভিযোগের মুখে পড়া এই বিপুল সংখ্যক কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যই চালু করা হয়েছে এই নতুন সংস্থা। তবে কেন দরকার পড়ল UPCOS-এর? কী কী সুবিধা মিলবে? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

কেন দরকার পড়ল এই UPCOS-এর?

বর্তমানে উত্তরপ্রদেশের ৯৩টি সরকারি দপ্তরে ১১ লক্ষেরও বেশি আউটসোর্স কর্মী কাজ করেন। তাদের অনেকেরই অভিযোগ, সময় মতো বেতন মেলে না, বেতন কাটা যায়, EPF ও ESIC-এর মতো সুবিধা মেলে না, নিয়োগ প্রক্রিয়ায় অগোছালো ও এজেন্সিগুলি ইচ্ছা মতো শর্ত চাপিয়ে দিচ্ছে। এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করার জন্যই মুখ্যমন্ত্রী গত ৩ জুলাই উচ্চ পর্যায়ের একটি বৈঠকে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়ে দেন। অবশেষে সেই অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে UPCOS অনুমোদিত হয়।

কী কাজ করবে এই UPCOS?

প্রসঙ্গত বলে রাখি, UPCOS গঠনের পর আউটসোর্স কর্মচারীদের নিয়োগ থেকে শুরু করে তাদের বেতন কাঠামো, সংরক্ষণ নীতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সবকিছুই এর আওতায় চলে আসবে। এমনকি এখানে SC, ST এবং OBC শ্রেণীর প্রার্থীদের নিয়োগে সংরক্ষণ থাকবে। পাশাপাশি কোনো কর্মকর্তা কর্মীদের শোষণ করতে পারবে না, এমনকি চাকরির নিরাপত্তা নিশ্চিত করবে এই UPCOS।

কর্মচারীরা কী কী সুবিধা পাবে?

এই সিদ্ধান্তে আউটসোর্স কর্মচারীরা নয়টি বড় ধরনের সুবিধা পাচ্ছে। সেগুলি হল—

  • প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই কর্মচারীরা বেতন পাবে।
  • কর্মকর্তাদের শোষণ থেকে মুক্তি পাবে প্রায় ১১ লক্ষ কর্মচারী।
  • ন্যূনতম বেতন হবে ১৬,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা।
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন স্থানান্তর করা হবে।
  • মাসে সর্বোচ্চ ২৬ দিন কাজ করতে হবে।
  • কর্মচারীরা EPF ও ESIC এবং অন্যান্য সামাজিক নিরাপত্তার মতো সুবিধাগুলি পাবে।
  • নিয়োগে সংরক্ষণের সুবিধা থাকবে।
  • নিয়োগে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌলিক সাক্ষাৎকার নেওয়া হবে।
  • নিয়মিত সরকারি পদে আউটসোর্স কর্মচারীদের নিয়োগ করা হবে না।

কীভাবে চলবে UPCOS?

যেমনটা জানা যাচ্ছে, এই সংস্থা মূলত Company Act-এর আওতাধীন চলবে। পাশাপাশি এর তদারকির জন্য চিফ সেক্রেটারির নেতৃত্বে বোর্ড অফ ডিরেক্টর এবং একজন ডিরেক্টর জেনারেল থাকবে। এমনটি জেলা ও বিভাগীয় স্তরে আলাদা আলাদা কমিটি গঠন করা হবে এবং এজেন্সিগুলিকে GeM পোর্টাল থেকে ন্যূনতম তিন বছরের জন্য নির্বাচন করা হবে। সবথেকে বড় ব্যাপার, নিয়ম ভাঙলে এজেন্সিগুলিকে ব্ল্যাকলিস্ট বা জরিমানা করা হবে।

আরও পড়ুনঃ ‘এত জীবন ধ্বংস করেও সওয়াল?’ দাগিদের কথা বলে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাজ্য সরকার

বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক দিক থেকে নয়, বরং সরকারি কর্মচারীদের অর্থনৈতিক থেকে শুরু করে সব রকমের সুরক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি এতদিন যে সমস্ত কর্মী অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন, UPCOS তাদের কর্মজীবনের স্থায়িত্ব ও নিরাপত্তা বাড়াবে, তা বলার অপেক্ষায় রাখে না।

Leave a Comment