বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার সকালে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে সাদরে গ্রহণ করে নিয়েছিল শহর কলকাতা। লিওর আগমনে (Lionel Messi Kolkata Visit) শীতের শহরে উত্তাপ ছড়িয়েছিল অনেকটাই। তবে সেটা যে একটা সময় বিশৃঙ্খলায় পরিণত হবে তা কে জানত। হাজার হাজার টাকা খরচ করে যারা আর্জেন্টাইন মহাতারকাকে চোখের দেখা দেখতে এলেন, তাঁদের ফিরতে হল পুলিশের ঘা খেয়ে।
কেউ কেউ তো ভিআইপি টিকিট কেটেও ভগবানের দেখা পাননি। আর এসব নিয়েই ক্ষোভ আছড়ে পড়ে যুবভারতী স্টেডিয়ামে। মেসি মেসি রবে ভরে থাকা স্টেডিয়াম মুহূর্তের মধ্যে পরিণত হলো শ্মশানে। ভক্তদের ক্ষোভের আগুনে একেবারে লন্ডভন্ড হল ফুটবল স্টেডিয়াম। ভাঙা হল গেট, ছেড়া হল ব্যানার। তাতে মাথা হেট বাংলার। আর এসবের মাঝেই যুবভারতীতে খাবারের স্টল দিয়ে আশায় বুক বাঁধলেও এখন পথে বসার জোগাড় বসিরহাট থেকে আগত নিবারণ ঢোলের।
যুবভারতীতে খাবারের স্টল দিয়ে প্রায় সর্বস্বান্ত নিবারণ
দেশজুড়ে বিভিন্ন স্টেডিয়ামে স্টেডিয়ামে খাবারের স্টল দিয়েই পেট চলে বসিরহাটের বাসিন্দা বিক্রেতা নিবারণ ঢোলের। সেই মতোই, কলকাতায় মেসি আসছে জেনে সুদূর বসিরহাট থেকে ছুটে এসেছিলেন যুবভারতীতে খাবারের স্টল বসাবেন বলে। তবে, ভগবানের বিচরণ ক্ষেত্রে খাবারের স্টল দিতে গেলে ভাড়া বাবদ গুণতে হবে হবে 6 লক্ষ টাকা। তবেই অনুমতি দেবেন উদ্যোক্তারা। সেই মতোই, সব বিষয়ে খোঁজখবর নেওয়ার পর উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করে টাকা মিটিয়ে স্টল বসান বসিরহাটের ব্যবসায়ী। তাঁর দলে রয়েছেন মোট 11 জন। গ্যালারির বিভিন্ন অংশে স্টল দিয়েছিলেন তাঁরা। যার কারণে সর্বসাকুল্যে 11 লক্ষ টাকা খরচ হয়েছিল নিবারণের।
স্টেডিয়ামের ভিতরে খাবারের স্টল দেওয়ার ভাড়া ছিল 6 লক্ষ টাকা। চিপস, জল, কোল্ড-ড্রিঙ্কস,প্যাটিস, চাউমিন, বিরিয়ানি, এগরোল নিয়ে বসেছিলেন নিবারণ ঢোল।দিনের শেষে পুরো টাকাই জলে, সর্বস্বান্ত তিনি।
এই প্যাটিস বিক্রেতার জন্য আজ কটা বাঙালির মন কাদঁবে?? pic.twitter.com/3F0EdJ5WKn— Tolamul Monitor (@TMCWatch) December 13, 2025
অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন মেসি, এক নজরে রবিবার মুম্বইয়ে লিওর কার্যক্রম
খোঁজ নিয়ে জানা গেল, যুবভারতীর গ্যালারিতে জল, কোল্ডড্রিংস, প্যাটিস, চাওমিন, চিপস থেকে শুরু করে বিরিয়ানি, এগরোল সহ রকমারি খাবারের স্টল দিয়েছিলেন বসিরহাটের ওই ব্যবসায়ী। এদিন যুবভারতীর ভেতরে 200 টাকা করে বিক্রি হচ্ছিল জলের বোতল। কোল্ড্রিংসের দাম ছুঁয়েছিল 100 থেকে 300 টাকা পর্যন্ত। এসব নিয়েই আশায় ছিলেন হয়তো বিনিয়োগ করা অর্থ তুলে ফেলবেন নিবারণ। তবে স্টেডিয়ামে মেসির 23 মিনিটের উপস্থিতিতে নেতা মন্ত্রি সহ অন্যান্য নামজাদা ব্যক্তিত্বদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতেই পেলেন না ভক্তরা। তারপরই একেবারে ঝড় বয়ে গেল স্টেডিয়ামে। দর্শকদের প্রবল ক্ষোভের মাঝে 11 লক্ষ টাকা বিনিয়োগ করে একেবারে পথে বসার জোগাড় বসিরহাটের ব্যবসায়ী ঢোলের।