বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2008 সালে ধুমধাম করে যাত্রা শুরু হলেও 2014-তেই থেমে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির চাকা। একই সময়ে শুরু হয়ে যেখানে বিশ্ব বাজারে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই পর্বে ক্রিকেট ভক্তদের মন থেকে একপ্রকার মুছে গিয়েছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি।
তবে দীর্ঘ অপেক্ষা কাটিয়ে, মুছে যাওয়া সেই প্রতিযোগিতা ফের শুরু হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় তেমনটাই সিদ্ধান্ত হয়েছে বলেই খবর। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বহু পুরনো এই টুর্নামেন্টের পথে নাকি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে IPL।
12 বছর পর শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি
আপাতত যা খবর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় 2008 সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সূত্র ধরেই আগামী বছর অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বরে চালু হতে পারে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। রিপোর্ট যা বলছে, সেপ্টেম্বরের আগে মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে তবেই এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিতে পারে ICC।
তাছাড়াও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর গোটা বিষয়টি মূল্যায়ন করে বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ থেকে সেরা দল বাছাই করে নেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ময়দানে IPL-র সব দল সুযোগ পাবে নাকি কয়েকটি নির্দিষ্ট দলকেই সুযোগ দেওয়া হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও আলোচনা চলছে।
The Champions League T20 tournament is set to be relaunched in 2026!
Posted by Circle of Cricket India on Sunday, July 20, 2025
অবশ্যই পড়ুন: ক্রিকেট ইতিহাসের সেরা ৩ ব্যাটারের নাম ঘোষণা করলেন আমলা, তালিকায় নেই সচিন!
IPL-র কারণেই চাপে পড়েছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বহু পুরনো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলেও, এই প্রতিযোগিতার পথের কাঁটা নাকি IPL! কিন্তু কীভাবে? আসলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগের ফ্রাইঞ্চাইজি দলের মালিক। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির জনপ্রিয় দল আবুধাবি নাইট রাইডার্সের মালিক।
একইভাবে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জয়ী দল ত্রিনবাগো নাইট রাইডার্স বা TRK কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই মালিকানাধীন। শুধু তাই নয়, বিশ্বের এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেন। ফলে, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সেই সব দল মুখোমুখি হলে কে কাঁর বিরুদ্ধে লড়বে সেটাই চিন্তার বিষয়। মূলত এইসব সমস্যার কারণেই মনে করা হচ্ছে 12 বছর পর প্রত্যাবর্তন হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে IPL। তবে অনেকেরই আশা, সমস্ত সমস্যা কাটিয়ে সমাধান সূত্র বের করবে ICC।