বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার পরিবহন ব্যবস্থায় জুড়ল নয়া পালক (WB CNG-Volvo Sleeper Bus)। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে অত্যাধুনিক ভলভো স্লিপার বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা SBSTC কে 13টি সিএনজি চালিত বাস এবং কলকাতার জন্য 18টি এসি মিডি বাস উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC পেয়েছে 6টি অত্যাধুনিক ভলভো স্লিপার।
কত খরচ হল রাজ্য সরকারের?
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা জুড়তে উত্তরবঙ্গকে 6টি স্লিপার ভলভো বাস উপহার দিতে রাজ্যের খরচ হয়েছে 11 কোটি 36 লাখ টাকা। এদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা SBSTC কে 13টি সিএনজি চালিত বাস উপহার দিতে সরকারের খরচ হয়েছে 5.2 কোটি টাকার কাছাকাছি। একই সাথে মহানগর অর্থাৎ কলকাতায় 18টি এসি মিডি নতুন বাসের জন্য রাজ্যের কোষাগার থেকে গিয়েছে 5.5 কোটি টাকা। সবমিলিয়ে, রাজ্যজুড়ে বাস প্রকল্পে মোটা অঙ্ক গুনতে হয়েছে মমতা সরকারকে।
SBSTC-র স্লিপার বাসে করে উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতা
একাধিক সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গকে যে 6টি স্লিপার ভলভো উপহার দেওয়া হয়েছে সেগুলির মধ্যে একটি আলিপুরদুয়ার, কলকাতা হয়ে দীঘা পর্যন্ত ছুটবে। আরেকটি বাস কোচবিহার থেকে ছেড়ে কলকাতা হয়ে পৌঁছবে দীঘা। এছাড়া বাকি চারটি ভলভো শিলিগুড়ি থেকে দীঘার মধ্যে চালানো হবে। যদিও এই চারটি বাস কলকাতা হয়েই যাবে।
আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “প্রথমবারের মতো উত্তরবঙ্গের জেলা থেকে ভলভো বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। এতে অনেকটাই সুবিধা হবে উত্তরবঙ্গের যাত্রীদের। বিশেষ করে যারা নানান কাজে কলকাতায় যান, তাঁরা সবচেয়ে বেশি লাভবান হবেন।” খুব শীঘ্রই বাসগুলির রুট নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন পার্থপ্রতিম বাবু।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী
SBSTC-র বাকি বাসগুলি কোন রুটে চলবে?
আপাতত যা খবর, SBSTC র হাতে আসা সিএনজি চালিত বাসগুলির মধ্যে প্রথম দুটি বাস ছুটবে বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে। একটি বাস যাবে বর্ধমান থেকে করুণাময়ী। একটি বাস যাবে বর্ধমান থেকে কৃষ্ণনগর। একটি বাস আসানসোল থেকে কৃষ্ণনগর রুটে ছুটবে। একটি বাস আরামবাগ থেকে কলকাতা, আরামবাগ থেকে তারাপীঠ একটি বাস, বাঁকুড়া থেকে সিউড়ি পর্যন্ত একটি বাস, দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম পর্যন্ত একটি বাস, দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত দুটি বাস, দুর্গাপুর থেকে বহরমপুর পর্যন্ত দুটি বাস চলবে।