১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল ‘জয়’, ইতিহাস লিখলেন মেদিনীপুরের আফরিন জাবি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার রাতেই ইংলিশ চ্যানেল সাঁতরে ইতিহাস গড়লেন মেদিনীপুরের কন্যা আফরিন জাবি। এদিন বুকে বাঁধা হাজারো স্বপ্নকে সঙ্গী করে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়েই ইংলিশ চ্যানেল পার করেন আফরিন।

তাঁর সাফল্যে ধন্যি ধন্যি পড়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। আফরিনের বিরাট জয়ে আনন্দে আত্মহারা মেদিনীপুরবাসী। ভেসে আসছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। বঙ্গ তরুণীর এই সাফল্যে তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি থেকে শুরু করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অনেকেই।

আফরিনের কীর্তিতে গর্বিত মেদিনীপুরবাসী

বাঙালি কি পারে না? 1989 সালে ইংলিশ চ্যানেল জয় করে ইতিহাস লিখেছিলেন বাংলার ঘরের মেয়ে তথা হুগলির বাসিন্দা বুলা চৌধুরী। এরপর সেই পথ প্রশস্ত করার আমরণ চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের অনেকেই। এবার সেই তালিকায় নাম উঠলো মেদিনীপুরের আফরিনের।

গতকাল অর্থাৎ মঙ্গলবার, রাত 9টা 31 মিনিটে ইংলিশ চ্যানেল পার করে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছিলেন আফরিন। আর এর পরই খুশির ঢল নামে মেদিনীপুরে। জাবির বিরাট সাফল্যে আনন্দিত তাঁর পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে মেদিনীপুরের অসংখ্য মানুষ।

আফরিনের সাফল্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ জানান, এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। আফরিনের ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে ঠিক 13 ঘন্টা 45 মিনিট।

ঘোষবাবু আরও বলেন, মঙ্গলবার সকাল 7টা 45 মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন আফরিন। এরপর সেখান থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিজ নেজ পর্যন্ত প্রায় 34 কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সময় লেগে যায়, প্রায় 13 ঘন্টা 45 মিনিট।

Midnapore girl Afrin Jabi crosses English Channel

অবশ্যই পড়ুন: ১০০০ টাকা বিনিয়োগ, ৭.৭% হারে মিলবে সুদ! ৫ বছরে লক্ষ্মীলাভ হবে পোস্ট অফিসের এই স্কিমে

মেয়ের সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাবা শেখ পিয়ার আলি

21 বছরের আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। তবে ছেলেবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সাঁতারের প্রতি তাঁর দারুণ ঝোঁক ছিল। আর সেই সূত্র ধরেই, ইংলিশ চ্যানেল পার হওয়া। মেয়ের বড় সাফল্যে একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাবা শেখ পিয়ার আলি।

প্রবল ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে মেয়ে ইংলিশ চ্যানেল পার করেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল নিয়েই সংবাদমাধ্যমকে পিয়ার আলি জানান, ইংলিশ চ্যানেল পার করার আগেই সাঁতারাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল আফরিন। জলের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি। তবে চিকিৎসকদের সহায়তায় বর্তমানে মেয়ে পুরোপুরি সুস্থ। মেয়ের সাফল্যে বাবা কতটা আনন্দিত হতে পারে এদিন কথা বলতে গিয়ে নিজের দৈহিক ভঙ্গিমা ও আবেগপ্রবণ আচরণে তা বুঝিয়ে দিয়েছিলেন শেখ পিয়ার আলি।

Leave a Comment