১৩ ডিসেম্বর মেসির সাথে একই মঞ্চে থাকছেন শাহরুখ খানও, জানিয়ে দিলেন বলিউড কিং

Shah Rukh Khan Announced he will present at Salt Lake stadium with Lionel Messi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিওনেল মেসির কলকাতা শহরের খবর চাউর হতেই আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল, মেসির সাথেই শহর কলকাতায় পা রাখবেন বলিউড কিং শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সেই জল্পনায় সিলমোহর দিয়ে দিলেন খোদ বলিউড বাদশাহ। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কিং খান জানালেন আগামী 13 ডিসেম্বর মেসির সাথেই কলকাতার ইভেন্টে থাকছেন তিনিও।

মেসির সাথেই মঞ্চ ভাগ করে নেবেন শাহরুখ

আগামী 12 ডিসেম্বর রাতে, শহরে পা রাখছেন লিও। রাতে কলকাতার এক হোটেলে বিশ্রাম সেরে 13 ডিসেম্বর সকালে যুবভারতীর গোট ইভেন্টে অংশ নেবেন আর্জেন্টাইন মহাতারকা। এদিনই মোহনবাগান অল স্টার বনাম ডায়মন্ড হারবারের ম্যাচও চাক্ষুষ করবেন তিনি। এবার মেসির সেই সফরসূচিতে যুক্ত হলেন শাহরুখ খানও।

জানা যাচ্ছে, আগামী 13 ডিসেম্বর যুবভারতীর অনুষ্ঠানে মেসির সাথেই মঞ্চ ভাগা করে নেবেন শাহরুখ খান। ইতিমধ্যেই সে কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন চকলেট হিরো। কিং খান লিখেছেন, “এবার কলকাতায় আমার নাইটদের নিয়ে কোনও প্ল্যান নেই এবং আশা করছি এই দিনটা পুরো মেসিময় হবে। 13 তারিখ সল্টলেকে দেখা হচ্ছে।”

Shah Rukh Khan Announced he will present at Salt Lake stadium

অবশ্যই পড়ুন: ভাইয়ের জন্য নিজের স্বপ্ন ভুলে করেন সেলসম্যানের চাকরি, দাদার ঋণ মেটাচ্ছেন যশস্বী জয়সওয়াল

বলাই বাহুল্য, মেসির সাথে একই মঞ্চে অংশগ্রহণের কথা জানানোর পাশাপাশি এদিন একেবারে ইচ্ছে করেই কলকাতা নাইট রাইডার্সের প্রসঙ্গও টানলেন শাহরুখ। আর যাই হোক তিনিই তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সূত্রের খবর, আগামী 13 তারিখ সল্টলেকের গোট ইভেন্টে মেসি এবং শাহরুখের সাথে একই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ টলি দুনিয়ার বহু চেনা মুখ। তাছাড়াও শোনা গিয়েছিল, এদিন শহরে আসতে পারেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনও। তবে সেই খবরে আপাতত সিলমোহর পড়েনি।

Leave a Comment