বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব 19 দল। সেই দলের অধিনায়ক হয়েছেন 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে প্রথম থেকেই একের পর এক রেকর্ড গড়ে তুলেছেন তিনি। প্রথম ওয়ানডেতে বিশ্বরেকর্ড করেছেন বিহারের ভূমিপুত্র। সবচেয়ে বড় কথা, প্রথম দুই ওয়ানডের দুটিতেই জিতেছে ভারত। বর্তমানে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে লড়ছে দুই দল। আর এই 3 ম্যাচের একদিনের সিরিজেই 13 বছর পুরনো এক বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে সূর্যবংশীর হাতে।
13 বছর পুরনো বিশ্বরেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব সূর্যবংশী
গত 3 জানুয়ারি থেকে শুরু হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 একদিনের সিরিজের প্রথমটিতে 25 রানে জয় পেয়েছে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। আজ অর্থাৎ বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলছে বৈভবের দল। না বললেই নয়, আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সূত্রেই ব্যাট করতে নামে ভারতীয় দল।
অবশ্যই পড়ুন: ICC-র এক বার্তাই যেন মন্ত্র, বিশ্বকাপ খেলতে মাথা নোয়াল বাংলাদেশ!
বুধবার, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত বিনা উইকেটে 123 রান তুলেছিল টিম ইন্ডিয়া। সবচেয়ে বড় কথা, ব্যাট হাতে অর্ধশতরান করে ফেলেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ভারতীয় ওপেনার অ্যারন জর্জও 58 রানে ব্যাট করছিলেন। হিসেব বলছে, বৈভব সূর্যবংশীর হাত ধরে যদি আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডেও জিতে যায় ভারত। সেক্ষেত্রে 13 বছরের এক পুরনো রেকর্ড ভেঙে ফেলবেন বৈভব।
অবশ্যই পড়ুন: পাল্টা জবাব, ভারতীয় সংস্থার স্পনসরশিপ হারালেন বাংলাদেশের ক্রিকেটাররা!
বিস্তারিতভাবে বলি, আজ থেকে 13 বছর আগে 2012 তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে 5-0 তে সিরিজ জিতেছিলেন ভারতের উন্মুক্ত চাঁদ। এবার সেই পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে বৈভবের হাতে। বলে রাখি, এই রেকর্ড তৈরি হয়েছিল বয়সের নিরিখে। হ্যাঁ, উন্মুক্ত চাঁদ 2012 তে 17 বছর বয়সে অস্ট্রেলিয়া দলকে 5 ম্যাচের সিরিজের একটিতেও জিততে দেননি। আজ যদি ভারত জিতে যায় সেক্ষেত্রে 14 বছর বয়সী অধিনায়ক হিসেবে 3-0 তে সিরিজ জিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়বেন বিহারের ক্রিকেটার।
Hey hey! Gamef88, eh? Worth a peek if you wanna try something different. Jump on over to gamef88