বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর জন্য দীর্ঘদিন বন্ধ জাতীয় দলের দরজা। ঘরোয়া ক্রিকেটে বারবার নিজের ক্ষমতা প্রদর্শন করা সত্ত্বেও ফিরে তাকায়নি ভারতীয় দলের নির্বাচন কমিটি। তাদের বক্তব্য, মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ ফিট আছেন কিনা সেটা তারা জানেন না। এদিকে, ভারতীয় দলে উপেক্ষার জবাব কখনও রঞ্জি ট্রফি, কখনও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিয়ে চলেছেন শামি। বৃহস্পতিবারও তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। গতকাল, সার্ভিসেসের বিরুদ্ধে একার হাতে চার উইকেট তুলেই বাংলাকে বাঁচলেন শামি। তাও আবার মাত্র 13 রান খরচ করেই।
বাংলার হয়ে আগুন ঝরালেন মহম্মদ শামি
বৃহস্পতিবার, প্রতিপক্ষ সার্ভিসেসকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছিল বাংলা দল। সেই মতোই প্রথমে ব্যাট করতে নামা প্রতিপক্ষের ছেলেদের নিঃশ্বাস নিতে দেননি শামি। এদিন প্রথম থেকেই একের পর এক উইকেট ভেঙে নিজের ক্ষমতা জাহির করছিলেন ভারতীয় দলে ব্রাত্য এই তারকা পেসার। যদিও এসবের মধ্যেই 9 ওভারে 100 রানের গন্ডি টপকে যায় সার্ভিসেস। গতকাল বাংলার হয়ে বল করতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছিলেন মুকেশ কুমার।
অবশ্যই পড়ুন: বড় খবর! টি-টোয়েন্টিতে ফিরছেন রোহিত শর্মা
এদিন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাকে ছাতু করে 53 রান তুলে নিয়েছিলেন। বিপরীতে একটি উইকেটও নিতে পারেননি এই ভারতীয় বোলার। তবে মুকেশ যখন বল হাতে ব্যর্থ হচ্ছেন সেই আবহে একেবারে ভিন্ন রঙে দেখা গেল শামিকে। প্রথম স্পেলে 2 ওভার বল করে এদিন মাত্র 6 রান দিয়েছিলেন ভারতের এই অভিজ্ঞ পেসার। সেই সাথে তুলে নেন দুই ওপেনারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তৃতীয় ওভারে নেমে শামির বলে মাঠ ছাড়েন রবি চৌহান। এদিন একেবারে বিপদজনক দেখাচ্ছিল শামিকে। শেষ পর্যন্ত তাঁর হতেই ধ্বংস হয় সার্ভিসেসের ইনিংস। 165 তে অলআউট বাংলার প্রতিপক্ষ।
পরবর্তীতে ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ফেলে বাংলা দল। গতকাল বাংলার হয়ে অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েল দুজনেই অর্ধশতরান করেন। আর সেই সূত্র ধরেই বৃহস্পতির ম্যাচে জয় খুঁজে নেয় বাংলা।তবে এসবের মধ্যে দিয়েই ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে শামির 4 উইকেট। প্রশ্ন উঠছে, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে আগুন ঝরানো শামির দিকে এবারেও কি তাহলে ফিরে তাকাবে না নির্বাচন কমিটি? অনেকেরই আশা, ঘরোয়া ক্রিকেটে ভারতীয় তারকার এমন ফর্ম দেখে এবার হয়তো মন গলতে পারে নির্বাচকদের।