১৪০০% বেতন বেড়েছে KKR-র এই ক্রিকেটারের

KKR Player Salary Hike

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সব দল। তবে গত 15 নভেম্বর 10 জন নামজাদা প্লেয়ার ছেড়ে দেওয়ার কারণে দলের ফাঁক ফোকর ভরাটের কাজটা সবচেয়ে বেশি করতে হবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। তাঁদের যেমন কয়েকজন দক্ষ উইকেট রক্ষক প্রয়োজন তেমনই প্রয়োজন ভাল মানের পেসার, ফিনিশার থেকে শুরু করে একজন ভাল ওপেনার যিনি রাহানেকে সঙ্গ দিতে পারবেন। এক কথায় সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রাখলেও দল গোছানোর ক্ষেত্রে কাজের চাপটা বেশি শহরের এই দলেরই। তবে ধরে রাখা প্লেয়াররাও কম যান না। একেবারে বেছে বেছে তুখোড় প্লেয়ারদের ধরে রেখেছে KKR। আর সেই তালিকায় এমন এক প্লেয়ার রয়েছেন KKR এ যাঁর বেতন 1400 শতাংশ বেড়েছে (KKR Player Salary Hike)।

KKR এ এই প্লেয়ারের বেতন 1400% বেড়েছে

সালটা 2024। সে বছরই কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছিলেন ভারতের তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ্ণ রঘুবংশী। 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে বেস প্রাইস, মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে প্রথমবারের মতো তাঁকে কিনে নিয়েছিল KKR। অবাক করা বিষয়, ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার পরই সে বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিল শাহরুখ খানের দল। আর সেই সাফল্যের পরই IPL 2025 নিলামের আগেই অঙ্গকৃষ্ণকে 3 কোটি টাকায় রিটেইন করিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স।

তবে ভারতীয় তরুণকে দলে নিলেও গত বছর IPL এ একেবারেই জ্বলে উঠতে পারেনি শাহরুখ জুহির দল। IPL 2025 সিজনে একেবারে সহজ সহজ ম্যাচে হেরে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকেই যাত্রা শেষ করেছিল বেগুনি সোনালী শিবির। যদিও সেই ব্যর্থতাকে পেরিয়ে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে চাইছে কলকাতা। আর সেই সফরেও KKR এর সঙ্গে রয়েছেন মুম্বই দলের হয়ে খেলা তরুণ ক্রিকেটার রঘুবংশী। 3 কোটি দিয়েই তাঁকে রিটেনশন তালিকায় জায়গা দিয়েছে শহরের এই দল। আর সেই সূত্র ধরেই নাইট শিবিরে বিপুল বেতন বেড়েছে এই প্লেয়ারের। বলে রাখি, মাত্র 20 লাখের বেস প্রাইস থেকে 3 কোটি অর্থাৎ বিগত দিনগুলিতে একেবারে 1400 শতাংশ বেতন বেড়েছে অঙ্গকৃষ্ণ এর।

অবশ্যই পড়ুন: গম্ভীরের নীতি অমান্য নয়! দেড় দশক পর বিজয় হাজারেতে খেলবেন কোহলি

উল্লেখ্য, 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আজ পর্যন্ত কলকাতার জার্সি গায়ে মোট 22টি ম্যাচে অংশ নিয়েছিলেন ভারতের তরুণ তুর্কি রঘুবংশী। 21 বছর 181 দিন বয়সী এই প্লেয়ার KKR এর হয়ে মোট 22টি IPL ম্যাচে অংশ নিয়ে সর্বসাকুল্যে 463 রান করেছেন। যেখানে খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোর ছিল 58। এছাড়াও কলকাতার হয়ে মোট দুটি অর্ধশতরান করার রেকর্ড রয়েছে দিল্লির এই ক্রিকেটারের।

Leave a Comment