সৌভিক মুখার্জী, পাথরঘাটা: ভাগ্য কখন কার কীভাবে বদলায় তা কেই বা বলতে পারে! ঠিক এমনটাই হল এক সমবায় ব্যাঙ্কের কর্মী কৃষ্ণপদ সিংহের সাথে। জানা গিয়েছে, ১৪০ টাকার নাগাল্যান্ড ডিয়ার লটারি কেটে রাতারাতি তিনি জিতে ফেললেন ১ কোটি টাকা (Bank Employee Lottery Winner)। পরিবারে এমনিতেই আর্থিক অনটন এবং তাঁর ঘাড়ে ঋণের বোঝা ছিল। তবে বরাবরই তাঁর মধ্যে ছিল লটারি কাটার নেশা। শনিবার সকালে সেই ১৪০ টাকা লটারিতেই ভাগ্য খুলে ঘুরে গেল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকার এই বাসিন্দার।
রাতারাতি ভাগ্য বদল সমবায় ব্যাঙ্কের কর্মীর
টিভি ৯ এর এক প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, কৃষ্ণপদ সিংহ সমবায় ব্যাঙ্কের এক কর্মী। কিন্তু তাঁর পান, বিড়ি, সিগারেটের একটি দোকান রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ব্যাঙ্কের কাজ করেন। তারপর বিকাল থেকে রাত পর্যন্ত নিজের দোকান চালান। জানা যায়, চিটফান্ডে টাকা রেখে তিনি সর্বস্ব হারিয়েছিলেন। তারপর থেকেই পরিবারে অনটনের মধ্য দিয়ে দিন কাটছিল। সেই টাকা শোধ করতে কার্যত তাঁকে হিমশিম খেতে হয়। কিন্তু হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জিতে যেন বদলে গেল ভাগ্যের চাকা।
কৃষ্ণপদ বলেছেন, আমি তখন ব্যাঙ্কেই ছিলাম। কাজ করছিলাম। আচমকা আমি রেজাল্ট চেক করে দেখি ১ কোটি টাকা লেগে গিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে উঠি। আমি ব্যাঙ্কের ভিতরেই চিৎকার করে উঠি। তা শুনে অন্যান্য ম্যানেজার এবং কর্মচারীরাও ছুটে আসে। ম্যানেজার তারপর বলে যে তুই সাবধানে থাক। বাইরে যাস না। আমি দেখছি ব্যাপারটা। নিরাপত্তার জন্য সোজা পুলিশকে ফোন করে আমি থানায় চলে আসি। আমি যে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারব না। ঋণের বোঝা আর টানতে পারছিলাম না। তা থেকে আমি এবার মুক্তি পাব। সংসারও অনেক ভালোভাবে চলবে।
আরও পড়ুন: পারমাণবিক খাতে বেসরকারি বিনিয়োগ, সম্মতি দিলেন খোদ রাষ্ট্রপতি! কী এই SHANTI বিল?
কৃষ্ণপদ সিংহের ভাই পিন্টু সিংহ এ বিষয়ে বলেছেন, আমার দাদা সকালে একটি ডিয়ার লটারি কেটেছিল। দুপুরবেলা জানতে পারি যে সে ১ কোটি টাকা জিতেছে। আর সেই কারণেই আমরা পরিবারসহ সবাই থানায় এসেছি। থানার মাধ্যমে সুরক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনাও চালাচ্ছি। এমনকি গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, পাথরঘাটা এলাকার ব্যবসায়ী ১ কোটি টাকা জিতলেন। আতঙ্কে তিনি থানার দারস্ত হয়েছেন। আমরা ওঁর পরিবারের সুরক্ষা ব্যবস্থা করে দিচ্ছি।