বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কাঁধ ভারী হয় বাবা-মায়ের। সন্তানকে সঠিক শিক্ষায় বড় করে তোলা থেকে শুরু করে তাঁর ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুনিশ্চিত করাও অভিভাবকের দায়িত্ব। এর জন্য প্রয়োজন সঠিক জায়গায় বিনিয়োগ। আজকের বাজারে হাজার একটা স্কিম রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে মেয়াদ শেষে এককালীন অর্থ পাওয়া যায়। তবে সেইসব স্কিম কিংবা প্রকল্পের মাঝে একেবারে আলোকিত হয়ে রয়েছে সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) জীবন তরুণ পলিসি। LIC র তরফে চালু হওয়া এই স্কিম থেকে মেয়াদ শেষে 26 লাখ টাকা পাওয়া যায়। তাও আবার প্রতিদিন মাত্র 150 টাকা বাঁচিয়েই।
জীবন তরুণ পলিসি কী?
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জীবন তরুণ পলিসি একটি নন-লিঙ্কড এবং সীমিত প্রিমিয়াম প্ল্যান। এই স্কিম মূলত শিশুদের উচ্চশিক্ষা, এক কথায় শিশুদের ভবিষ্যৎ এবং আগামীতে ব্যবসা শুরু করার জন্য একটি নির্ভরযোগ্য প্রকল্প। বলে রাখি, এই পলিসি শেয়ার বাজারের ওঠাপড়ার সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ এখানে বিনিয়োগ সম্পূর্ণরূপে ঝুঁকিহীন। অভিভাবকরা চাইলেই সন্তানের 90 দিন বয়সের পর থেকেই তাঁর নামে এই পলিসিতে টাকা রাখা শুরু করতে পারেন।
কীভাবে প্রতিদিন 150 টাকা বাঁচিয়ে মেয়াদ শেষে 26 লাখ পাওয়া যাবে?
প্রথমেই জানিয়ে রাখি, এই প্রকল্পে বিনিয়োগের জন্য সন্তানের ন্যূনতম বয়স হতে হবে 90 দিন এবং সর্বোচ্চ বয়স হতে হবে 12 বছর। অর্থাৎ একজন শিশুর বয়স যদি 12 বছর থেকে একদিনও বেশি হয় তবে সে এই স্কিমে বিনিয়োগের সুযোগ হারাবে। এই স্কিমে বিনিয়োগের মেয়াদ সর্বোচ্চ 25 বছর। এবার আসা যাক আসল কথায়। একজন বিনিয়োগকারী যদি তাঁর সন্তানের নামে এই প্রকল্পে টাকা রাখার সিদ্ধান্ত নেন এবং তিনি যদি প্রতিদিন 150 টাকা করে বাঁচান তবে মাসের শেষে গিয়ে তার হাতে থাকবে 4,500 টাকা। এই অর্থ এক বছরে গিয়ে দাঁড়াবে 54,000 টাকায়।
অবশ্যই পড়ুন: টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল
সন্তানের এক বছর বয়স থেকে যদি এই স্কিমে বার্ষিক কিংবা মাসিক প্রিমিয়াম জমা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় সেক্ষেত্রে 25 বছর পর তিল তিল করে জমানো প্রিমিয়াম থেকে সর্বসাকুল্যে 26 লাখ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী। বলে রাখি, বিনিয়োগকারীর সঞ্চিত মোট আমানতের সাথে জুড়বে বোনাস এবং লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে ঘোষিত অতিরিক্ত বোনাস। সবটা জুড়েই 26 লাখ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী। সব মিলিয়ে বলাই যায়, প্রতিদিন 150 টাকা করে বাঁচিয়ে এই স্কিম থেকে পাওয়া যাবে 26 লাখ টাকা।
অবশ্যই পড়ুন: দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া
উল্লেখ্য, এই প্রকল্পের বড় সুবিধা হল এটি একটি মানি-ব্যাক পলিসি। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের সাধারণ বীমা পলিসিগুলিতে মেয়াদ শেষে এককালীন অর্থ দেওয়া হলেও এই পলিসিতে সন্তানের 20 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। যা বিনিয়োগকারীর সন্তানের লেখাপড়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ব্যয় হয়ে থাকে। এরপর সন্তানের বয়স 25 বছর হয়ে গেলে বাকি অর্থ বোনাস সহ রিটার্ন করা হয়। সবচেয়ে মজার বিষয়, LIC র এই প্রকল্পটিতে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা রয়েছে।
Alright, 9pgame! Heard some whispers about this one. Gonna check it out and see if it lives up to the hype. Hope it’s got some good action! 9pgame