সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল সিনেপ্রেমীদের। অবশেষে প্রকাশ্যে এল ‘Border 2’ সিনেমার প্রথম ঝলক। আর এই প্রথম ঝলকেই যেন বাজিমাত করলেন অভিনেতা সানি দেওল। পোস্টারে বেশ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন অভিনেতা। ঠিক যেন ১৯৯৭ সালে ফিরিয়ে নিয়ে গিয়েছেন তিনি।
প্রকাশ্যে ‘Border 2’-এর প্রথম ঝলক
আজ একদিকে যখন গোটা ভারত ৭৯তম স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই সামনে এল সিনেমার পোস্টারটি। পোস্টারে সানি দেওলকে রেগে থাকা অবস্থায় দেখা যাচ্ছে এবং তাকে বাজুকা হাতে শত্রুদের লক্ষ্য করে তাক করতে দেখা যাচ্ছে। সেনাবাহিনীর পোশাকে নিজের চরিত্রটি যেন ৯৭-এর মতোই ফুটিয়ে তুলেছেন তিনি।
সানি দেওল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে শত্রুদের আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে দেখা যাচ্ছে। এই পোস্টের মাধ্যমে তিনি আরও জানিয়েছেন যে ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে যে এই ছবিটি ২০২৬ সালের ২২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উত্তেজিত ভক্তরা
এখনও অবধি যা খবর, এই সিনেমায় সানি দেওলকে ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিত দোসাঞ্ঝ এবং আহান শেট্টিকে। এমনিতে প্রায়শই সিনেমার কলাকুশলীদের সিনেমা সেটের বেশ কিছু ছবি শেয়ার করতে দেখা যেত। যারপর থেকে সকলের উত্তেজনা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিত। সকলেই অপেক্ষা করতেন এই সিনেমা মুক্তির। ফলে অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এল বর্ডার ২-এর মুক্তির দিনক্ষণ। এই পোস্টারটি দেখার পর ভক্তরা খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার গা শিউরে উঠছে।’ আরেকজন লিখেছেন, ‘আমি এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন- সানি দেওল তার সেরা লুকে আছেন এবং তাকে দারুন দেখাচ্ছে। আরেকজন বলেছেন- পোস্টারটি দারুণ।
আরও পড়ুনঃ পেট্রোল ২৭ পয়সা, ১ টাকায় বাজার, ৯০ টাকায় সাইকেল! ১৯৪৭ সালে জিনিসপত্রের দাম জানেন?
এই ছবিতে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টির লুক দেখার জন্য মানুষ অপেক্ষা করছে। মানুষ আশা প্রকাশ করেছে যে এটি ২০২৬ সালের ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে। জানিয়ে রাখি, ভূষণ কুমার এবং জেপি দত্ত এই সিনেমার সহ-প্রযোজক। এই ছবিটি জেপি দত্তের ১৯৯৭ সালের হিট ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল, যেখানে সানি দেওলও অভিনয় করেছিলেন।