সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার আসছে বিরাট পরিবর্তন (WhatsApp New Update)। মাইক্রোসফট ঘোষণা করেছে যে, তাদের এআই চ্যাটবট Copilot আর হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে না। আগামী 15 জানুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপের নতুন ব্যবসায়িক নীতি কার্যকর হচ্ছে। আর সে কারণেই Copilot পরিষেবা বন্ধ হবে। তবে কোথায় ব্যবহার করা যাবে Copilot?
15 জানুয়ারি থেকে বন্ধ Copilot পরিষেবা
মাইক্রোসফট অফিসিয়াল ব্লগপোস্টে সম্প্রতি জানিয়েছে, 15 জানুয়ারি 2026 থেকে হোয়াটসঅ্যাপে আর কোনওভাবেই Copilot চালানো যাবে না। হোয়াটসঅ্যাপের আপডেটেড বিজনেস API পলিসি অনুযায়ী কোনও এআই চ্যাটবট ডেভলপার বা সার্ভিস প্রোভাইডার হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশন ব্যবহার করতে পারবে না। এমনকি মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে সমস্যায় না পড়ে তার জন্য তারা একটি ট্রানজিশন তৈরি করছে এবং Copilot অন্যান্য প্ল্যাটফর্মেও একইভাবে কাজ করবে।
মাইক্রোসফট বলছে, হোয়াটসঅ্যাপের যে সমস্ত চ্যাট Copilot এর সঙ্গে যুক্ত হয়েছে, সেগুলি অন্য কোনও জায়গায় ট্রান্সফার হবে না। কারণ, এগুলি আনঅথেনটিকেড। সেই কারণে যারা চ্যাটগুলিকে সংরক্ষণ করতে চান তারা হোয়াটসঅ্যাপের এক্সপোর্ট টুল ব্যবহার করে আগামী 15 জানুয়ারির মধ্যেই চ্যাট ফাইল ডাউনলোড করে রাখতে পারেন।
আরও পড়ুনঃ মৃত্যুদণ্ডের পর দীর্ঘ কারাবাস! কত বছরের জেলের সাজা হল শেখ হাসিনার?
Copilot তাহলে কোথায় পাওয়া যাবে?
এদিকে হোয়াটসঅ্যাপ ছাড়া Copilot ব্যবহারে বিকল্প জায়গাগুলি হল copilot.microsoft.com (ওয়েব ভার্সন), Copilot মোবাইল অ্যাপ (iOS ও Android) এবং PC অ্যাপ। মাইক্রোসফট দাবি করছে, এই প্ল্যাটফর্মগুলির Copilot হোয়াটসঅ্যাপের তুলনায় আরও বেশি সুবিধা দেবে। তবে OpenAI জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে তাদের ChatGPT অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবে। এতে করে আগের সমস্ত চ্যাট ChatGPT অ্যাপের হিস্টরি সেকশনে দেখা যাবে।