বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক মাসে 15 দিন স্বামীর সাথে এবং বাকি 15 দিন প্রেমিকের সাথে কাটানোর খোলাখুলি প্রস্তাব দিলেন উত্তর প্রদেশের এক গৃহবধূ। ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী, যোগি রাজ্যের এক পঞ্চায়েত অফিসে বসে স্বামী এবং পঞ্চায়েত সদস্যদের সামনে এমন প্রস্তাব পাড়েন ওই মহিলা। আর তাতেই হতবাক সকলে। ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুরের।
গৃহবধুর আজব প্রস্তাবে মাথায় হাত স্বামীর
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আজিমনগর থানা এলাকার বাসিন্দা এক মহিলা দেড় বছর আগে পাশের গ্রামের এক যুবককে পছন্দ করে বিয়ে করেন। তবে সূত্রের খবর, বিয়ের কয়েক দিনের মধ্যেই ওই গৃহবধূ টান্ডা এলাকার এক যুবকের প্রেমে পড়ে যান। স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে যুবককে মনে ধরায় হঠাৎ তাঁর সাথে চম্পট দেন ওই মহিলা।
যদিও পরবর্তীতে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে সফল হয়েছিলেন স্বামী। কিন্তু অবাক করা বিষয়, বাড়িতে ফিরে এলেও সেখানে মন টেকেনি উত্তরপ্রদেশের ওই গৃহবধূর। রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা নাকি এক বছরের মধ্যে অন্তত 9 বার তাঁর প্রেমিকের সাথে পালিয়েছিলেন। প্রতিদিনের এমন ঘটনা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গত সপ্তাহে ওই মহিলার স্বামী আজিমনগর থানায় গোটা বিষয়টি খোলসা করে অভিযোগ দায়ের করেন।
অবশ্যই পড়ুন: ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে
সূত্রের খবর, পুলিশের কাছে ওই ব্যক্তির অনুরোধ ছিল, তারা যেন তাঁর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসেন। এজন্য ওই মহিলার প্রেমিকের সাথে পুলিশকে যোগাযোগ করারও অনুরোধ জানান তিনি। ওই ব্যক্তির অনুরোধে শেষ পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর স্বামীর হাতে তুলে দেয় পুলিশ। সেই ঘটনার পর নতুন করে অতীতের পুনরাবৃত্তি হতে সময় লাগেনি। জানা গিয়েছে, স্বামীর ঘরে ফেরার কিছুদিনের মধ্যেই ফের দশম বারের মতো প্রেমিকের সাথে পালিয়ে যান ওই মহিলা।
স্ত্রী ফের পালিয়েছে বুঝতে পেরে স্ত্রীয়ের প্রেমিকের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে ফের বাড়িতে ফিরিয়ে আনেন ওই ব্যক্তি। জানা যায়, এই ঘটনার কয়েক দিনের মধ্যেই স্থানীয় পঞ্চায়েত অফিসে সমস্যা সমাধানের স্বার্থে স্ত্রীকে নিয়ে হাজির হন ওই ব্যক্তি। তবে জানা যায়, পঞ্চায়েত অফিসে নিজের স্বামী এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সামনে ওই গৃহবধূ সাফ জানিয়ে দেন, তিনি 15 দিন তাঁর স্বামীর সাথে এবং বাকি 15 দিন তাঁর প্রেমিকের সাথে থাকবেন।
মহিলার এমন প্রস্তাব শুনে কার্যত মাথায় হাত পড়ে যায় স্বামী সহ পঞ্চায়েত সদস্যদের। এরপরই বুকে এক রাশ যন্ত্রণা নিয়ে ওই মহিলার স্বামী স্পষ্ট জানিয়ে দেন, আমাকে ক্ষমা করো। তুমি তোমার প্রেমিকের সাথেই বাকি জীবনটা কাটাও। সূত্রের খবর, এদিন পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে নিজের স্ত্রীকে প্রেমিকের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। যদিও এমন ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশ ষ্টেশনের সাব ইন্সপেক্টর বিকাশ রাজপুত জানিয়েছেন, একজন ব্যক্তি প্রেমিকের সাথে তাঁর স্ত্রীয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মতো ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে তাঁর স্বামীর হাতে তুলে দিয়েছিল। তবে পঞ্চায়েতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা অবগত নই।