১৫ লক্ষ টাকার ভায়াগ্রা ট্যাবলেট পাচার! BSF-র গুলিতে প্রাণ গেল ২ বাংলাদেশীর

সৌভিক মুখার্জী, কলকাতা: ত্রিপুরা সীমান্তে আবারও রক্তাক্ত অবস্থা। লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট পাচার রুখতে গিয়ে দুই বাংলাদেশি পাচারকারীকে (Bangladeshi Smuggler) গুলি করে হত্যা করল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এমনকি ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন বাংলাদেশী পাচারকারী। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছে বলেও খবর পাওয়া গিয়েছে।

পাচার হচ্ছিল লক্ষ লক্ষ টাকার ভায়াগ্রা ট্যাবলেট

বিএসএফ সূত্র মারফৎ খবর, বাংলাদেশ থেকে ভারতে পাচারের জন্য প্রায় 14 থেকে 15 লক্ষ টাকার ভায়াগ্রা ট্যাবলেট আনা হচ্ছিল। পাচারের সময় রাতের অন্ধকারে পাঁচ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তবে বিএসএফ জওয়ানদের চোখে পড়ে যায় সেই দৃশ্য।

প্রথমে ভালোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। তবে পাচারকারীরা আচমকা মারমুখী হয়ে ওঠে। বিএসএফ দাবী করছে যে, তখন আত্মরক্ষার্থে জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। একজন পাচারকারী ঘটনাস্থলেই মারা যান। আর অপর দুজন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে।

Viagra Smuggling

যেমনটা জানা যাচ্ছে, ঘটনায় নিহত পাচারকারীর নাম লিটন মিঞা, যার দেহ উদ্ধার করা হয়েছে ভারতের মাটি থেকেই। তাঁর দেহটি ময়নাতদন্তের পর বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। অন্য একজন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের দিকে পালিয়ে গেলেও সেখানকার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি পাঁচ জন পাচারকারীর মধ্যে দু’জন পলাতক। আর তাঁদের সন্ধানে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

আরও পড়ুনঃ রেলে চাকরিপ্রার্থীদের জন্য সুংসবাদ, বাড়ানো হল ৬২৩৮ টেকনিশিয়ান পদে আবেদনের তারিখ

বিএসএফ জওয়ানদের দাবী, প্রতিদিন রাতে এখানে নিয়মিত টহল দেওয়া হয়। আর পাচারের কোনো আঁচ পেলেই প্রথমে তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু আজকের পরিস্থিতি অন্যরকম। পাচারকারীরা আমাদের দিকে মারমুখী আচরণ করছিল। তাই আমরা নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হই। ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছে যে, এই পাচার চক্রের সঙ্গে আরো কিছু দুষ্কৃতী যুক্ত রয়েছে। এখন নিরাপত্তা রক্ষা বাহিনী সমস্তটা খতিয়ে দেখছে।

Leave a Comment