১৬০০ কোটি টাকা ব্যয়, বাংলায় এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের ব্রিজ, জুড়বে ৩ জেলা

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। এবার বাংলার বুকে এমন এক আধুনিক ব্রিজের নির্মাণ হচ্ছে যার দরুণ জুড়ে যাবে কলকাতা সহ বেশকিছু জেলা। সবথেকে বড় কথা, নদীয়া, হুগলী থেকে সুদূর কলকাতা বিমানবন্দর পৌঁছানো একদম জলভাতের সমান হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে। জানা গিয়েছে, এই সেতুটি কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে হুগলির মোগরা থেকে বিমানবন্দরকে সংযুক্ত করে।

তৈরি হচ্ছে দ্বিতীয় ইশ্বরগুপ্ত সেতু

বিধায়ক তপন দাস গুপ্ত বলেন, ঈশ্বরগুপ্ত সেতু ১ বড় যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। তাই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু তৈরি করা হচ্ছে। এতে ১৩৯৬ কোটি টাকা ব্যয় হচ্ছে। তবে কাজের সময় কিছুটা বৃদ্ধি পাওয়ায় ব্যয় প্রায় ১৭০০ কোটি টাকায় পৌঁছাবে। সেতুটির নির্মাণ কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেতুটি হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা এই তিনটি জেলাকে একসাথে সংযুক্ত করে। এই সেতুটি নির্মাণের ফলে চলাচল সহজ হবে।

আরও পড়ুনঃ দোসর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

জানা গিয়েছে, কাজের সময় জলের পাইপলাইন সহ অন্যান্য সমস্যাও দেখা গেছে। এই পরিদর্শনের সময়, গণপূর্ত এবং জনস্বাস্থ্য প্রকৌশল পূর্ত স্থায়ী কমিটির সভাপতি এবং বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সেতু নির্মাণের খতিয়ে দেখেন।

মাত্র ৪০ মিনিটে পৌঁছানো যাবে বিমানবন্দর

দাবি করা হচ্ছে, এই দীর্ঘ প্রতীক্ষিত সেতুটি নির্মাণ হয়ে গেলে মাত্র ৪০ মিনিটের মধ্যে কলকাতা বিমানবন্দর পৌঁছানো যাবে। শুধু তাই নয়, এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু হতে চলেছে এই ইশ্বরগুপ্ত সেতুটি। ডেনমার্কের খ্যাতনামা ডিজাইনার কনসালটেন্সি সংস্থা এই সেতুর নকশা তৈরি করেছে, যা এই প্রকল্পকে স্বাভাবিকভাবেই আরও আন্তর্জাতিক মানের করে তুলেছে।

Leave a Comment